নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কেউ কেউ অন্যরকম

০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৭

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলনকে স্বপদে রাখতে জাতীয় প্রেসক্লাবের সামনে ০৯ মার্চ'২০ মানবন্ধন করেছিলো সাধারণ মানুষ ৷
.
উনাকে যদি ওএসডি না করে চাকরিচ্যুতও করা হতো তবুও মানুষের যে সম্মান পেয়েছেন তার পুরস্কার কখনো টাকার পদ ক্ষমতার অংকে মূল্যাতীত ৷
.
তার অপরাধ ছিলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ না রাখা এবং ছয় মাসে চট্টগ্রাম বন্দরে ৪৪ কনসাইনমেন্ট নিষিদ্ধ এমবিএম আটকে দেয়া ৷
.
তারপর রেলে বদলি হয়ে আরেকটি অপরাধ করলেন তা হলো কালো বিড়ালের খোঁজ করা ৷ এবং বছরের পর বছর লসে থাকা একটি প্রতিষ্ঠানকে লাভের মুখ দেখাতে চেষ্টা করা ৷ সাথে টিকেট কালোবাজারি বন্ধের উদ্যোগ ৷
.
এসব অপরাধ করেও তিনি ক্ষান্ত হননি, প্রধানমন্ত্রীর প্রতি একটি বার্তা দিয়েছিলেন তাকে দশ জন অফিসার বেছে নেওয়ার সুযোগ দিয়ে বিশেষ একটি ক্ষমতা দিতে যাতে ছিলো কয়েক মাসে দেশ দূর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জ ৷
.
এতো এতো অপরাধ করেছেন উনি ৷ তার আরো অপরাধ আছে যেমন যশোরের মণিরামপুরে বাবার বয়সী মানুষদের কান ধরে উঠ বস করানো এসিল্যান্ড সাইয়েমা হাসান প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'আমরা পারিনি তাদের আদব-কায়দা শেখাতে ৷'
.
স্যারের যৌক্তিক কমেন্ট ডিলিট করায় ইভ্যালি বিষয়ে গ্রাহকদের সতর্ক করে বলেছিলেন, 'আমার কমেন্টের ধাক্কা সামলাতে না পারলে অন্য ধাক্কা সামলানো যে কঠিন। তবুও শুভকামনা ৷'
.
বিকাশের নিরাপত্তার দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তিনি আরো অপরাধ করেছিলেন ৷ তার অপরাধের সীমা নেই তাই তিনি হয়েছেন সীমালঙ্ঘনকারী!
.
তার প্রচেষ্টার কারণেই বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরবর্তন এনেছে। এর ফলে প্রতারকদের আর অ্যাকাউন্ট থেকে টাকা চুরির তেমন সুযোগ থাকছে না ৷
.
১৩০ বছর ধরে রেলের কর্মচারীদের বেতন যেতো বস্তায় করে ট্রেনে, তা থেকেও চলতো দূর্নীতি ৷ ৫০০/১০০০ টাকা ঘুষ দিয়ে বেতন নিতে হতো ৷ তা ও তিনি ডিজিটেল করলেন এটাও হয়তো তার অপরাধ ৷
.
নিজের অজান্তে অসংখ্য ভ্যালু এডেড সার্ভিস চালু করে দিয়ে প্রতিনিয়ত গ্রাহকদের টাকা কেটে নেয়ার অন্যায়ের প্রতিবাদে বাংলালিংকের একজন গ্রাহক হিসেবে কোম্পানিটির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে অভিযোগ দাখিল করেছিলেন, এই সেই প্রতিবাদী মানুষটি, না জানি আরো কত অপরাধ করেছে!
.
তার কাছ থেকে শুনেছিলাম পেট খারাপ মহামারির মতো ছড়িয়ে পরলে ১৯৯৫ সালে কোরিয়া নিরাপদ খাদ্যে এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে যার ফলস্বরূপ বর্তমানে পুরো বিশ্বে খাদ্যমানে প্রায় শীর্ষে অবস্থান করছে দেশটি ৷ ফিরে এসে লক্ষ্য করেছিলেন দুই কেজি ওজনও বেড়ে গেছে সাথে অন্যরকম শারীরিক সুস্থতা ৷
.
জানি গল্পগুলো আমাদের দেশে এসে ওএসডি হয়ে গেছে ৷ যাচ্ছে ৷ যাবে ৷ অনেক অপরাধের এক একটা গল্প ৷ তবুও মাথার ক্যাপটা খুলে একটা স্যালুট দিলাম ৷ মাঝে মাঝে পরাজয়েরও জয় হয় ৷ ওরা আপনাকে ওএসডি করে জিতে গিয়ে হেরে গিয়েছে স্যার ৷ আপনি কখনো হারেননি হয়তো শিখেছেন বলে এভাবে বারে বারে এগিয়ে যেতে পেরেছেন ৷

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২১

আমি নই বলেছেন: মিলন সাহেবের মত কয়েকজন সচিব থাকলে দেশটাই অন্যরকম হয়ে যেত।

২| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: খাদ্যে ভেজাল রোধ , রেলের কাল বেড়াল খোজা এতসব কঠিন অপরাধের শাস্তি হিসেবে ওএসডি করাটা খুবই কম শাস্তি হয়েছে। উচিত ছিল বান্দরবানে বদলি করা।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ভালো মানুষের দাম নেই, সৎ মানুষের দাম নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.