নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এস আলম ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা একক লোন নিয়েছে এমন নিউজ যখন ভাইরাল হয় তখনও অনেকে বলেছে চেরাগের পিছনে দৈত্য আছে ।
.
কথা উঠেছিলো একটি পরিবার কেমনে সাতটি ব্যাংকের মালিক হয় তখনও কথা উঠেছিলো পিছনে দৈত্য আছে ।
.
যখন জন্ম পটিয়ার হলে ব্যাংকে চাকরি নিশ্চিত তখন অনেকে প্রশ্ন তুলেছিলে তাহলে পুরো বাংলাদেশের মেধাবীরা কি দোষ করেছে? তখনও বলা হয়েছে পেছনে দৈত্য টাইপ কিছু একটা আছে ।
.
চিনির দাম ৬০ টাকা থেকে ১৫০ টাকা হয়ে যখন আর কমলো না তখনও অনেকে বলাবলি করছে পিছনে মনে হয় ঐ দৈত্যটা আছে ।
.
বাংলাদেশ ব্যাংকের এপ্রুভ ছাড়া যখন এস আলম গ্রুপে বিলিয়ন ডলার দেশের বাহিরে বিনিয়োগ ভাইরাল তখনও সবাই বলছে আলাদিনের চেরাগের পিছনে দৈত্য আছে ।
.
ইসলামী ধারার ব্যাংকগুলোতে যখন টাকার সংকটে তখনও প্রায় সবাই বলছে, কোন ব্যবস্থা মনে হয় নেওয়া হবে না কারণ পেছনে দৈত্য আছে ।
.
এই যে আলাদিনের চেরাগ থেকে দৈত্য বের হয় এটা আমরা সবাই মীনা কার্টুনে দেখেছিলাম । তিনবার ঘষা দিলে সে বের হয়ে পড়তো ইচ্ছে পূরণ করতে । সে দৈত্যের মুখে নিশ্চিত মোচ ছিলো । শিওর হওয়ার জন্য ইয়ুটিয়ুবে আবারও মীনা কার্টুন দেখে নিলাম । দৈত্যের মুখে মোচ থাকার কারণে দৈত্য অন্তত মেয়ে কিংবা মাননীয় মহিলা না যে তা প্রমাণিত ।
.
কার্টুন এবং দৈত্যের গল্পটি যখন ইউনিসেফের তখন এক প্রকার নিশ্চিত দৈত্য বিদেশী । সুতরাং, “ দৈত্য থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”
২| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৩
অক্পটে বলেছেন: যিনি এই দৈত্তের পৃষ্ঠ পোষক তার তো মোছ নেই। তবে মোসাহেবেদের মোছ দাড়ি আছে।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: বর্তমান সরকার দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছেন।
দেশের সমস্ত ক্ষমতা আওয়ামীলীগের লোকজনের হাতে।