নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এস আলম ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা একক লোন নিয়েছে এমন নিউজ যখন ভাইরাল হয় তখনও অনেকে বলেছে চেরাগের পিছনে দৈত্য আছে ।
.
কথা উঠেছিলো একটি পরিবার কেমনে সাতটি ব্যাংকের মালিক হয় তখনও কথা উঠেছিলো পিছনে দৈত্য আছে ।
.
যখন জন্ম পটিয়ার হলে ব্যাংকে চাকরি নিশ্চিত তখন অনেকে প্রশ্ন তুলেছিলে তাহলে পুরো বাংলাদেশের মেধাবীরা কি দোষ করেছে? তখনও বলা হয়েছে পেছনে দৈত্য টাইপ কিছু একটা আছে ।
.
চিনির দাম ৬০ টাকা থেকে ১৫০ টাকা হয়ে যখন আর কমলো না তখনও অনেকে বলাবলি করছে পিছনে মনে হয় ঐ দৈত্যটা আছে ।
.
বাংলাদেশ ব্যাংকের এপ্রুভ ছাড়া যখন এস আলম গ্রুপে বিলিয়ন ডলার দেশের বাহিরে বিনিয়োগ ভাইরাল তখনও সবাই বলছে আলাদিনের চেরাগের পিছনে দৈত্য আছে ।
.
ইসলামী ধারার ব্যাংকগুলোতে যখন টাকার সংকটে তখনও প্রায় সবাই বলছে, কোন ব্যবস্থা মনে হয় নেওয়া হবে না কারণ পেছনে দৈত্য আছে ।
.
এই যে আলাদিনের চেরাগ থেকে দৈত্য বের হয় এটা আমরা সবাই মীনা কার্টুনে দেখেছিলাম । তিনবার ঘষা দিলে সে বের হয়ে পড়তো ইচ্ছে পূরণ করতে । সে দৈত্যের মুখে নিশ্চিত মোচ ছিলো । শিওর হওয়ার জন্য ইয়ুটিয়ুবে আবারও মীনা কার্টুন দেখে নিলাম । দৈত্যের মুখে মোচ থাকার কারণে দৈত্য অন্তত মেয়ে কিংবা মাননীয় মহিলা না যে তা প্রমাণিত ।
.
কার্টুন এবং দৈত্যের গল্পটি যখন ইউনিসেফের তখন এক প্রকার নিশ্চিত দৈত্য বিদেশী । সুতরাং, “ দৈত্য থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”
২| ১২ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৩
অক্পটে বলেছেন: যিনি এই দৈত্তের পৃষ্ঠ পোষক তার তো মোছ নেই। তবে মোসাহেবেদের মোছ দাড়ি আছে।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: বর্তমান সরকার দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছেন।
দেশের সমস্ত ক্ষমতা আওয়ামীলীগের লোকজনের হাতে।