নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রথম প্রেমের প্রস্তাবে মেয়েটি বলেছিলো, ‘প্লিজ প্রেম ট্রেম আমাকে দিয়ে হবে না ।’
.
অবশেষে কোন একদিন ছেলেটির জয় হলো । সত্যি প্রেমে পড়ে গেলো মেয়েটি ।
.
এরপর ক্লোজ আপ কাছে আসার গল্পে, ‘প্লিজ ডোন্ট টাচ মি! ঐ সব আমার একদম ই পছন্দ না!'
.
তারপর প্রথম স্পর্শেরও পরে, ‘স্পর্শ করছো ভালো কথা । মনে রেখে তুমি জোর করেছো বলে দিয়েছি বাট্ প্লিজ ডোন্ট কিস মি ।’
.
অতপর.... 'কপালে কিস করছো ভালো কথা লিপের দিকে নজর দিলে আমি কান্না করে দিবো !'
.
লিপ কিস হয়ে যাওয়ার পর, পরেরও পর
.
না না না আমার দ্বারা এসব কিচ্ছু হবে না ।
.
অবশেষে, সবকিছু হয়ে যাওয়ার পর, ‘তুমি একটা দুষ্ট বেয়াদব খচ্চর আমার জান প্রাণ মন…. ।
.
ব্রেকাপের পর গল্পটি এখানে শেষ হতে পারতো কিন্তু শেষ হইয়াও হইলো না শেষ ।
.
দ্বিতীয়ত মেয়েটি এক স্মার্ট ছেলের প্রেমে পড়েছিলো/
তৃতীয়ত মেয়েটি এক বাইকওয়ালারও প্রেমে পড়েছে ।
.
ডিএসএলআর থেকে শিল্পপতি কার প্রেমে পড়েনি বললে কিছুটা কম বলা হয়ে যাবে । কখনো না করতে পারে না মর্মে প্রতিবার সে প্রেমে পড়ে যায় ।
.
এভাবে জীবন চলছে তো চলছে ।
.
শেষে কোন একদিন মেয়েটির বিয়ে হয়ে গেলো একজন ব্যাংকারের সাথে
.
বাসর রাতে, 'বিয়ে করেছো ভালো কথা কিন্তু ডোন্ট টাচ মি! ওসব আমার দ্বারা হবে না বলে দিলাম ।’
.
নতুন বিসিএস ক্যাডার জামাই, ‘বউ তুমি কি লজ্জা পাচ্ছো ?’
'হুম'
.
ছেলেটি মনে মনে কহিয়া উঠিলো, 'আমি সারা জীবন পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছি বলে হয়তো এমন বউ পাইলাম ! এই বউ আমার সম্পত্তি নয় যেনো সম্পদ ।
২| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: মজার পোস্ট।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: হৈমন্তি, তুমি যদি এই পোষ্ট এখনও এই পোষ্ট দেখোনি এই আশায় কমেন্টটি রেখে যাচ্ছি।
না, আমি আর আবদুর রব শরীফ (এই পোষ্টের লেখক) এক নই। আমি কোনদিন তার সাথে তোমার ঘটনা শেয়ার করিনি। ইন ফ্যাক্ট, আমি কোন ব্লগারের সাথে তোমার বিষয়ে কখনও কথা বলি নি। এটা সম্পূর্ণ কাকতালীয়। তুমি তো জানো আমার সাথে কি পরিমান কাকতালীয় ঘটনা ঘটে, এটা তারই একটা।
---------------------------
@লেখক, আপনি আর দুনিয়ায় নাম পাইলেন না? এক্কেবারে হৈমন্তিই ব্যবহার করে বসলেন? আজিব!