নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সত্য বলতে গিয়ে যদি আমি সবার কাছে খারাপ হয় তাহলে আমি বরং গর্বিত ফিল করবো ।
.
আমার বলতে দ্বিধা নেই হাসিনা খালেদা দুইজন ই ভোট চোর । দুইজন ই দূর্নীতিবাজ ।
.
আমি কখনো শেখ হাসিনাকে ভোট চোর বলতে গিয়ে খালেদা জিয়াকে পীর বানাবো না কিংবা তারেক জিয়াকে খাম্বা চোর বলতে গিয়ে শেখ হাসিনাকে পীরজাদীও বলবো না ।
.
সত্য বলতে গিয়ে আপনি যদি কারো পক্ষপাত করেন সত্য জেনেও সে বরং সবচেয়ে বড় মিথ্যেবাদী । আন্দালিব রহমান পার্থ কি কখনো বলেছে, তারেক জিয়া চোর কিংবা দূর্নীতিবাজ? স্বীকার করেছে শেখ হাসিনাকে তারা গ্রেনেড মারেনি?
.
এই যে বুদ্ধিজীবী আসিফ ইকবাল সাহেব, তারেক জিয়ার সহচর খাম্বা মামুন কিংবা হাওয়া ভবনের কথা আপনি কি একবারও বলেছেন? এসব দূর্নীতি কি আপনারা দেখেন নি? শুনেননি? জানেননি?
.
এই লাইফে কোন ****পোয়াকে দেখিনি যে সবার দূর্নীতির কথা বলে । নিজের ছেলে ছক্কা মেরে কাঁচ ভাংলে বলে সাকিব শোরুম হাসান হবে । আর অন্যের ছেলে একই কাজ করলে বলে, ‘বেয়াদব । জন্মের ঠিক নেই ।’
.
দজ্জাল এক চোখ বিশিষ্ট হবে তার একটা আক্ষরিক অর্থ আছে পক্ষপাত দুষ্ট । মানে আপনার যারা একজনের সব দোষ দেখো আরেকজনের সব গুনগুলো সব দেখেন তারা সত্যি বলতে এক একটা দজ্জালের গুণ বিশিষ্ট প্রাণী । আমিও এমন যদি তেমন করে থাকি ।
.
অন্যজন বাষ্পবায়ু ত্যাগ করলে আপনি গন্ধ পান কিন্তু নিজেরটাকে যদি খোশবো মনে হয় তাহলে আমি আপনি সবাই অমানুষ হয়ে আছি । এই সমাজে সত্যি বলতে মানুষ আছে বলে মনে হয় না । বুদ্ধিজীবীদের মায়েরে বাপ ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনার লেখা পড়লে চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কে যেকোন মানুষের ধারণা খরাপ হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪২
ফেনা বলেছেন: হা হা হা হা......
বেশ বলেছেন। সহমত পোষণ করছি।