নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
‘মারামারির আসল কারণ’
সেলেব্রেটি ক্রিকেটের দ্বিতীয় দিন চলে যাচ্ছে অথচ কি যেনো নেই! লাইট তো পর্যাপ্ত ই আছে ।
.
ক্যামেরাও তো কম নেই । তাহলে নাই কি? মনে হচ্ছে কিছু একটা নেই ।
.
লাইট আছে, ক্যামেরা আছে, নায়ক আছে, নায়িকা আছে । দর্শক আছে । সব ই তো আছে ।
.
দর্শক থেকে একজন বলে উঠলো, শরিফুল রাজ ভাই । সব থাকলেও পরীমনি নাই । মাথা নষ্ট হওয়ার মতো জোকস ।
.
তা শুনার পর রাজ তেড়ে আসলো । পরীমনি নেই মে বি তা হতেই পারে না । শুরু হয়ে গেলো সেলেব্রেটি লীগে মারামারি । যাই হোক সাংবাদিকরা বুঝে গেলো, লাইট…ক্যামেরার পর কি যেনো নেই তা হলো পরীমনি । এই জন্য বোধহয় রক্তক্ষয়ী মারামারি ।
.
যথারীতি সংবাদ সম্মেলন হলো । আসামী রাজকে ডাকা হলো । রিমোট নিয়ে পরীমনি বসে পড়লো । সত্যি বলতে বড় প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয় । মনে মনে ভাবছে, ডিভোর্স লেটার না পাঠালেও পারতাম । আবার অভিমান করে বলতে লাগলো, আমি না হয় পাঠালাম কিন্তু রাজ তো সাইন না করলেও পারতো । আসলে সব পুরুষ ই এমনি । থাক্ গে ।
.
অন্যদিকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে রাজকে । কেনো শুধু সে এবং তার অনুসারীরা মারামারি করে এমন কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিলো? অতপর রাজ মুখ খুললো । বলতে লাগলো, ‘ আমরা সিনেমার মানুষ । লাইট, ক্যামেরা আছে অথচ একশন থাকবে না সেটা ভাবা ই যায় না । লাইট ক্যামেরা একশন দিয়ে ই আমাদের দিন শুরু হয় ।’
.
এটা শুনার পর যদিও পরীমনির রিঅ্যাকশন জানা যায় নি । যদিও রিঅ্যাকশন শব্দটিও অ্যাকশন রিলেটেড ।
২| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১২:৪০
অধীতি বলেছেন: হা হা হা....
আপনার কল্পনার প্রশংসা করতেই হয়।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
এতো বিশ্রি কদাকার মানুষের জীবন যাপন হতে পারে! লাইট ক্যামেরা আ্যকশনের বাইরেও বহুলোক আছে যাদের জীবন যাপন একই সূরে একই তালে গানে গানে নাচে!
ইদানিং আপনার লেখা কি সমকাল পত্রিকাতে দিচ্ছেন না?