নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বাংলাদেশ ক্রিকেটে জিতলেও দ্রব্যমূল্য কমবে না,
বাংলাদেশ ক্রিকেটে জিতলেও দূর্নীতি কমবে না,
বাংলাদেশ ক্রিকেটে জিতলেও সত্যিকারের বাক স্বাধীনতা ফিরবে না,
বাংলাদেশ ক্রিকেটে জিতলেও ব্যাংকগুলো থেকে লোপাট অর্থগুলোও ফিরবে না,
বাংলাদেশ ক্রিকেটে জিতলেও আমাদের কিছু আসে যাবে না ।
যেদিন থেকে বিষয়গুলো মাথায় প্যারা দেওয়া শুরু করলো সেদিন থেকে খেলা দেখলেও উত্তেজিত হয় না । খেলা কে খেলাই মনে হয় ।
জীবনে ব্যস্ত থাকার জন্য আরো বহুত গুরুত্বপূর্ণ বিষয় আছে । কথা বলার জন্য আরো বহুত টপিকস্ আছে ।
এই যে বিশ্বকাপ চলাকালীন ইসরাইলের ইয়ার্কার বলে ফিলিস্তিনি অনেক শিশুর মাথার খুলি উড়ে গেছে । জীবন বাজী রেখে বিশ্বকাপ চলছে ওখানে ।
২| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: এবার খেলাটা অফ রাখা দরকার ছিলো।
ইসরায়েল, ফিলিস্তিন। রাশিয়া ইউক্রেন। সারা বিশ্বের অবস্থাই ভালো না।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: খেলাধূলার বড় আয়োজনের ইতিহাস বেশ পুরাতন। ইতিহাস বলে, যে দেশের রাজাই কোন রাজনৈতিক সংকটে থাকতেন, সে দেশের রাজাই বড় খেলাধূলার ব্যবস্থা করতেন। জনগন সব ভুলে খেলায় মজে থাকতো। শুনেছি/পড়েছি যে অলিম্পিকের যে হাজার বছরের ঐতিহ্য, সেটাও ওভাবেই শুরু হয়েছিলো।
দল বিশ্বকাপ জিতুক বা হারুক। এতে কিছুই হবে না, তবে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা কম হবে। এটাও কিন্তু কম কিছু না।