নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনেকে বলে কমেন্টে রিপ্লে কেনো করি না? ‘বন্ধুর প্রতি রাগ করে ।’

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

২০২৩ সালে বন্ধুর সাথে দেখা । ২০১০ সালে তাকে ফ্রেন্ড রিকু পাঠিয়েছিলাম । ১ বছর ঝুলিয়ে রেখে ২০১১ সালে এক্সেপ্ট করেছিলো । অথচ খুব ভালো বন্ধু । এখনও বন্ধু । সবসময় বলতো তোর এই লেখা ঐ লেখা পড়ি । আজ হঠাৎ জিজ্ঞেস করলো, কিরে তুই শ্রীলেখাকে ছেড়ে দিয়েছিস?

আমি বললাম, বিয়ে করছি তিন বছর হয়ে যাচ্ছে । আমি আর ছাড়া লাগে! ওরা ই ছেড়ে চলে গেছে । সে বললো, আরে শ্রীলেখা না! সুন্দর লেখাগুলো ছেড়ে দিয়েছিস্ নাকি?

আরে না! ফেসবুক টাইমলাইন সিস্টেম পাল্টে গেছে । যারা লাইক কমেন্ট করে শুধু তাদের টাইম লাইনে লেখার দেখা মেলে । দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না টাইপ বেপার সেপার ।

তারপর সে আবার বললো, আমি তো তোর লাইক কমেন্ট সব আমার টাইমলাইনে নিয়মিত ই দেখি । উল্টো বললাম, দীর্ঘ তেরো বছর তোর লাইক কমেন্ট নেই বলে ফেসবুক তোকে আমার শত্রু মনে করে হয়তো তোর টাইম লাইন থেকে আমাকে লুকিয়ে রেখেছে ।

সে বড্ড হাসি দিলো । কলার উঁচিয়ে গর্ব সহকারে বললো, এক যুগেরও বেশী বন্ধুত্ব । ফেসবুকেও সেইম । তবুও কোনদিন তোর লেখা, পোস্ট কিংবা ছবি, কোনটাতে কখনো লাইক করিনি ।

আমিও আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম । কি পেলাম এতো বছর লেখালেখি করে! বললাম দোস্ত, কারণটা জানতে পারি? সে বললো, ‘জয়া আহসান নিয়ে তোর শত শত ফানি পোস্ট পড়েছি কিন্তু কোন দিন তাকেও তো তোকে লাইক করতে দেখিনি । সেই রাগে ক্ষোভে অভিমানে আমিও করিনা ।’

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনিও ব্লগে মন্তব্যের রিপ্লাই দেন না।

২| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: জাস্ট অজুহাত।

৩| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:১৮

অধীতি বলেছেন: শেষটা জোশ ছিল।

৪| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫৪

জগতারন বলেছেন:

এই ব্লগ লিখক নিজের ব্লকে মন্তব্যের উত্তর দেয় না এবং
অন্যান্য ব্লগ লিখক-এর লিখাও পড়ে না, মন্তব্যও করে না।
তাই অনেক দিন যাবতই আমি আর আব্দুর রফ শরীফের-এর কোন ব্লগ লিখা পড়ি না, মন্তব্য ও করি না।

এই কথাটা জানানোর জন্যই আজকে আমার শেষমেশ মন্তব্যটি
করলাম ।

৫| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.