নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

টাকা পুজো করা সময়ের দাবী

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

সরকারকে ট্যাক্স দিলে মদও বৈধ হয়ে শোকেসে শোভা পায় ।

টাকা অবৈধকে বৈধ, বৈধকে অবৈধ করে তোলে ।

টাকা দিলে পতিতালয়ও তীর্থস্থানের মতো বৈধতা লাভ করে ।

আমাদের সমাজ মূলতো টাকার, মূল্যবোধের না । সমাজ এমন হওয়া উচিত যেখানে কোটি টাকা দিলেও অন্যায়, অবিচার, অবৈধতা বৈধ হওয়ার সুযোগ থাকবে না । যদিও এগুলো পুস্তকের কথা ।

টাকার প্রশ্ন আসলে ভাই ভাই আলাদা হয়ে যায় । জমি ভাগাভাগির আগ পর্যন্ত আত্মীয় স্বজনের মিষ্টি লুক্ থাকে । ৫ ভাইয়ের মধ্যে বাবার মায়ের চোখে বেশী টাকা দেওয়া সোনা মানিক বনে যায় ।

এখানে টাকা দিলে বিচারও উল্টে যায় । দেশ সেরা লয়ার মুহূর্তে খুনিকে সাধু বানিয়ে যুক্তি দিয়ে আদালত গরম করে ফেলে ।

টাকা কামাবে বুঝতে পারলে কিংবা শিওর হলে কন্যার বাবাও আর দেরী করে না সুপাত্র ট্যাগ দিতে ।

৫০০ টাকা দিলে সরকারী দলে যেমনি লোকের অভাব হয় না তেমনি পরের দিন আরো ৫০০ দিলে তারা বিরোধিদলের মিছিলে এসে স্থির হয় ।

এখানে জনগনের অগোচরে তাদের থেকে টাকা নিয়ে তা আবার তাদের দেখিয়ে দিয়ে বলা যায়, টাকা কে দিয়েছে? ‘যে মোবাইল দিয়েছে উনি ।’

টাকা দিলে হুজুর এসে দোআ করে ভদ্র’মশা যাতে আরো হাজার কোটি টাকার মালিক হতে পারেন ।

মসজিদগুলো চকচক্ করে । সেই টাইলসের পেছনেও গল্প লেখা থাকে ।

কিন্তু খারাপ মানুষগুলোও দিনশেষে টাকার পুজো না করে ভগবান পুজো করে কেনো জানিনা!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ২:২৯

সোনাগাজী বলেছেন:




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লে মানুষ জ্ঞানী হয়ে যায়! সাথে কি মেইড-ইন সন্দ্বীপ হতে হয়?

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩৪

মৃতের সহিত কথোপকথন বলেছেন: পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪

কাঁউটাল বলেছেন: উহারাই নাস্তিক্যবাদি
উহারাই .."Censored"...

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: টাকা আমি কাগজের মতো ব্যবহার করি।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

:) :) :) :) :) বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.