নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আপনি কখনো বর্তমান থেকে কিছু অনুমান ধারণা কিংবা শুধু বাস্তবতার শিক্ষা নিলে পূর্ণাঙ্গ হতে পারবেন না । মনে আছে মাত্র বছর খানেক আগেও ফেসবুকে ঢুকার আগেই নায়ক হয়ে ভিডিও স্ট্যাটাস কিংবা রিলসে ঢুকে যেতো ব্যারিস্টার সুমন কিংবা মাশরাফি বিন মূর্তাজা, ঠিক সেই জায়গায় আজ দখল করে আছে সারজিস কিংবা হাসনাত আব্দুল্লাহরা।
.
নায়োকচিত দৃশ্যপট অনেকটা সেইম কিন্তু গল্পের নায়ক এখন ভিন্ন। হয়তো ভবিষ্যতে আরো ভিন্ন হয়ে যেতে পারে। কারণ সুসময়ে থাকতেই যারা দুঃসময়ের পাথেয় করে না তারা হারিয়ে যেতে থাকে।
.
প্রায় সব মানুষ আজকে যাকে মাথায় তুলে রাখে, কাল তাকে দেখেও যদি না চিনে সেটাতে অবাক হবার কিছু নেই। এটা বুঝা আমার মতে, পৃথিবীর আইনস্টাইনের সূত্রের মতো গুরুত্বপূর্ণ।
.
আজকের গোলাপ দুদিন পর শুকিয়ে গেলে কোন পাগলেও প্রশংসা করবে না। সুতরাং মন খারাপের কিছুই নেই। এটা ই বাস্তবতা। এটা যে যত দ্রুত রপ্ত করতে পারবে পৃথিবীর কঠিন বাস্তবতা মোকাবেলা করা তার জন্য তত সহজ হয়ে উঠবে।
তাই যারা বুদ্ধিমান তারা প্রধানমন্ত্রী হলে রাস্তার টং মামার কাছে গল্প করতে করতে চা পান করে, জমির আইলে দরকার হলে শুয়ে কৃষকের সাথে গল্প করতে থাকে। এটা সবচেয়ে বেশী বুঝতো খলিফায়ে রাশেদীনরা তাই তারা উটের রশি টানতো আর উপরে চাকর বসা থাকতো। নিজে ছেঁড়া জামা পড়লেও ভৃত্যের জামা থাকতো তার চেয়ে উৎকৃষ্ট। কারণ মাত্র দুদিন পর ব্যারিস্টার সুমন কিংবা মানবতার ফেরিওয়ালার জায়গায় আসবে হাসনাত আব্দুল্লাহরা তারপর তাদের জায়গায় অন্য কেউ! প্রশ্ন, মহাকালে কে টিকে থাকার। যুদ্ধও ঠিক এই জায়গায়।
.
ঝামেলা হলো, সত্য স্বীকার করার সামর্থ্য না থাকলে কিংবা মিথ্যার সাথে চললে সে মানবতার ফেরিওয়ালার কাজ করলেও টিকে থাকতে পারবে না। যত ভাল কাজ করুক না কেনো।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: বড় ভালো লোক ছিলো।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫
আমি সাজিদ বলেছেন: কি যে বলেন, কাকে বলেন