নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আল্লাহ নিজে যেখানে সময়ের শপথ করে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
শুধু তারা ব্যতীত যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে মানে ভালো ভালো কাজ করে, মানে মঙ্গলজনক কাজ।
আরা কারা ক্ষতির মধ্যে নেই? যারা সত্যের উপদেশ দেয়। মানে মানুষকে উপদেশ দিয়ে বলে, এটা সত্যের পথ এবং এটা মিথ্যের পথ। সত্যের সাথে থাকো ইত্যাদি।
আর যারা অন্যকে ধৈর্য ধরার জন্য বলে। কষ্ট হচ্ছে? ভাই ধৈর্য ধরো। বিজয় আসতেছে না? ভাই ধৈর্য ধরো। পরিশ্রম করতেছো কিন্তু সফলতা আসতেছে না? ভাই ধৈর্য ধরো।
এগুলো ভাই সূরা আছরে আল্লাহর কথা। যদি বিশ্বাস না করেন, তাহলে কাফের হয়ে যাবেন।
এটাই ইসলাম। সহজ সরল পথ।
ওহী আসার পর মহানবী স. যখন ভীত হয়ে গেছেন তখন খাদিজা রা. বলেছিলেন, আপনার সাথে খারাপ কিছু হবে না কারণ আপনি তো সেই মানুষ যে অন্যের কষ্ট লাঘব করে।
ইসলাম হলো সেই ধর্ম যেখানে রাগ করে থাকা দুইজনকে মিলিয়ে দেওয়া সবচেয়ে বড় পূণ্যের কাজ বলা হয়েছে।
সুতরাং মানুষের পিছন দিয়ে সারাদিন বাঁশ দিয়ে যদি ইসলাম ইসলাম করে মাথা ফাটিয়ে পেলেন কোন কাজ হবে না। অন্তত কোরআন তা ই বলে। একটু পড়ে দেখুন।
যেখানে আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার হৃদয়কে নরম করে দিয়েছি যাতে মানুষ আপনার সাথে মিশে যেতে পারে। আপনি কেউ প্রশ্ন করলে বিরক্ত যাতে না হোন।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: যারা অন্য ধর্ম থেকে ইসলামে আসে তারা মুসলমানদের দেখে ইসলামে আসে না বরং তারা ইসলামের মূল মর্ম বাণী বুঝে ইসলামে আসে। মুসলমানদের দেখলে তাদের অনেকেই মুসলমান হতো না। মুসলমানদের উচিত এমন ভাবে চলা যেন অন্য ধর্মের মানুষ বুঝতে পারে যে এই ধর্মটাই সঠিক ধর্ম। কিন্তু আমরা সেটা পাড়ছি না।