নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত মারফতি জগত

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৪

মহানবী স. জন্মের সময় মক্কায় একদল ইব্রাহীমের আ. ধর্ম পালন করতো কিন্তু তা করতো দেব দেবীর মাধ্যম হ‌য়ে এক আল্লাহকে পাওয়ার জন্য। যা ছিলো সুস্পষ্ট শিরক এবং শয়তান এতে বিজয়ী হয়েছিলো ধোকা দিতে পেরে।
.
আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো। আরো বলেছেন, তোমরা কি চিন্তা করো তা ও আমি জানি এবং আমি তোমাদের ঘাড়ের রগের চেয়েও বেশী কাছে সেখানে আপনি মাধ্যম নিয়ে কিংবা দিয়ে কিভাবে আল্লাহর ইবাদত করবেন?
.
সবচেয়ে বড় গুনাহ শিরক ।
.
সূরা ফাতেহাতে প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাআতে বলতেছে, আমরা শুধু তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। বারবার আল্লাহর কাছে এটা বলে বলে ওয়াদা করতেছেন আর বের হয়ে বলতেছেন, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। বাবারেএএ!
.
যেখানে মহানবী স. স্বয়ং সাহাবীদেরকে বলতেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ ই হেদায়তের মালিক । সেখানে আপনি কোন হনু হয়েছেন যে আপনার মাধ্যমে চাইতে হবে?
.
আপনি যাকে মাধ্যম কিংবা হনু ভাবেন, সে নিদ্রা যায় কিন্তু আল্লাহকে তন্দ্রাও নিন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, যখন তুমি অবসর হও আমাকে স্মরণ করো। কে আছে এমন আমার চেয়ে দয়ালু?
.
ফেরাউন, নমরুদ এরা কিন্তু এক পর্যায়ে মানুষের তোষামোদ পেতে পেতে নিজেকেই খোদা দাবী করে বসেছিলো।
.
সিগারেট থেকে শুরু, শেষ কালে হিরোইন গানটা শুনেছিলেন? বিটিভিতে রোজ বাজতো তেমনি আমার মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাও বলতে বলতে অনেক পীর নিজেদেরকে খোদা দাবী করার মতো একজন টাইপ হনু হয়ে বসে যেতে থাকে। তারপর বাঁচার জন্য নাম দেয়, ইহা একটি মারফতি জগত।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আবদুর রব শরীফ সাহেব আপনি কেমন আছেন?

(গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি) - আপনি আপনার প্রফাইলে যার কথা লিখেছেন তিনি নিজে মারফতের মাস্তান ছিলেন। মারফত সম্পর্কে জানতে আপনি ব্লগের সত্যপথিক সাহেবকে অনুরোধ করতে পারেন, তিনি আপনাকে ভালো কিছু বই রেফারেন্স দিয়ে দিবেন। আপনার ভুল চিন্তাধারা দূর হোক এই কামনা করছি।

শিবির জামাত আপনাকে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করে ফেলে দিবে। কথাটি মনে রাখবেন।

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫১

আবদুর রব শরীফ বলেছেন: মারফতি জগতের বিরুদ্ধে আমি বলিনি। তবে এটাকে ভন্ডরা ঢাল হিসেবে ব্যবহার করে সেটাই বলতে চেয়েছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি?

২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: মারফতি জগত নিয়ে ধারনা প্রায় শূন্যের কোঠায়। তবুও পড়লাম। ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫২

আবদুর রব শরীফ বলেছেন: মারফতি জগতের বিরুদ্ধে আমি বলিনি। তবে এটাকে ভন্ডরা ঢাল হিসেবে ব্যবহার করে সেটাই বলতে চেয়েছি। প্লিজ আবার পড়ুন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭

নাহল তরকারি বলেছেন: কি বলতে চাইছেন। কিছুই তো বুঝলাম না।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: আল্লাহ কিছুই বলেন নাই,যা কিছু বলার নবীই বলেছেন।নবী যা বলেছেন তাই তার সাথিরা লিখে বা মুখস্ত করে রেখেছেন।আব্বাসিয় খিলাফতের সময় কোরান হিসাবে হাতে লিখে প্রকাশ হয়।

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: কোরআনে আল্লাহ সবসময় বলেছেন, ক্বুল মানে তো বলো। কাকে বলবে? আল্লাহকে ই তো । যেমন, কুল আউযু... বলো আমি আশ্রয় প্রার্থনা করছি..

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২

চারাগাছ বলেছেন:
মারিফত বলতে আপনি আয়না বসায় দে মোর কলবের ভেতর বুঝেছেন।
যাইহোক এই বিষয়ে আপনার পড়াশোনা কম।

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: মারফতি জগতের বিরুদ্ধে আমি বলিনি। তবে এটাকে ভন্ডরা ঢাল হিসেবে ব্যবহার করে সেটাই বলতে চেয়েছি।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: বিরক্তিকর পোষ্ট।

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: আমার ভাইয়ের কাছে সিগারেট বিরক্তিকর কিন্তু আমার কাছে অমৃত সুধা। সবকিছু পার্সন টু পার্সন ভেরী করে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭

রক বেনন বলেছেন: আপনি একজনের ১৭ বছর একই ওয়াজ করা বক্তব্যকে বাইবেল আর মেজর ডালিমের বক্তব্যকে উড়িয়ে দিয়ে তা তসলিমা নাসরিন 'ক' বইয়ের মতো ভাববেন তাহলে আপনি মিথ্যেবাদি।

১৭ বছরের ওয়াজ বাইবেল কেন হবে?? কোরান কেন হবে না??

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০২

নতুন বলেছেন: সিগারেট থেকে শুরু, শেষ কালে হিরোইন গানটা শুনেছিলেন? বিটিভিতে রোজ বাজতো তেমনি আমার মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাও বলতে বলতে অনেক পীর নিজেদেরকে খোদা দাবী করার মতো একজন টাইপ হনু হয়ে বসে যেতে থাকে। তারপর বাঁচার জন্য নাম দেয়, ইহা একটি মারফতি জগত।

মারফতের নাম নিয়ে যেই সব পীর, ফকির, মাজার চলতেছে তাদের ১০১% ই ব্যবসা মাত্র।

বিশ্বের ১ নং লাভ জনক ব্যবসা ধর্ম নিয়ে ব্যবসা।

মারফতের সমস্যা হইলো এটা একটা গুপ্ত জ্ঞান, কেউই সরাসরি আলোচনা করেনা, গুরু শিষ্য বিদ্যা।

কিন্তু জ্ঞান হইলো আলো, লুকিয়ে রাখার কিছু না। যেই জিনিস লুকিয়ে রাখে সেখানেই ঘাপলা থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.