নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
প্রথম কিছুদিন জিম করার পর সিঙ্গারা প্লেট থেকে নিয়ে মুখে দেওয়ার সময় লক্ষ্য থাকতো হাতের বাহু ফোলেছে কি না!
.
আমার এক বন্ধুর ব্যাগে ডাম্বেল থাকতো ৷ সে প্রেমিকার সাথে দেখা করার ঠিক আগ মুহূর্তে তা বের করে কয়েক মিনিট মেরে নিয়ে আবার ব্যাগে রেখে দিতো ৷
.
জিম করার কয়েক মাস পর যখন হাতের বাহু দশ থেকে বেড়ে বারো ইঞ্চিতে রূপান্তর হয়েছে তখন খেয়াল করলাম আমার আর ঢিলাঢালা টি শার্ট ভালো লাগছে না, কিছু ব্লাউজ কিনলাম ৷ যাতে টাইট ফিট হয় ৷ বডি দেখা যাবে অবলীলায় ৷
.
মাইনকার চিপায় আটকে থাকা টিশার্টগুলোর ব্লাউজ নামকরণ করার পিছনে নামের স্বার্থকতা আছে ৷ হাত সাড়ে বারো হওয়ার পর খেয়াল করলাম ব্লাউজ অন্তর্বাসের মতো কাজ করতেছে ৷
.
ছেলেদের গর্ভবতী পেট আর জিম বডিকে আমি কদুর সাথে তুলনা করি ৷ কদুর ভুড়ি নিচের দিকে থাকলে তা সাদামাটা বাঙ্গালী পুরুষ সমাজ আর কদুকে উল্টো করলে যা হয় তা হলো ফিটফাট জিম বডি ফিগার ৷ যেই লাউ সেই কদু ৷
.
আরেকটা বেপার হলো আমরা মুখ দিয়ে যতো খাবার ফুঁ দিই না কেনো তা আমাদের বেলুনের মতো ফোলানো ছাড়া কোন কাজ করে বলে মনে হয় না ৷ আমাদের বেলুন উল্টানো স্বাস্থ্য দরকার ৷
.
সাধারণত বড়লোক আর ভিক্ষুকের মধ্যে পার্থক্য বেশী কিছু নাই ৷ ভিক্ষুক ঝোলা কাঁধে নিয়ে হাঁটে আর বড়লোক তা পেটে নিয়ে হাঁটে ৷
.
কেডিএস এক্সেসোরিজে আমার এক কলিগকে দেখলাম সে করোনার ভয়ে হাত দিয়ে পুশ্ করে দরজা না খোলে বরং ইয়া বড় ভুড়ি দিয়ে পুশ করে দরজা খোলে ৷ সেদিন তো দেখলাম এক পুলিশ ভুড়ি আর শার্টের মাঝখানে সিগারেটের প্যাকেট, মোবাইল, টাকা পয়সা সব রেখেছে ৷
.
শোভাকলোণীর আমার বন্ধু সে নিজেকে খুব রোমান্টিক দাবী করে ৷ বউ নাকি রোজ তার ভুড়িতে বালিশের বদলে মাথা দিয়ে ঘুমায় ৷ আরেকজনকে দেখলাম সে ভুড়ি নাচ দেখায় ৷
.
একদিন দেশের বাড়ি সন্দ্বীপে বেড়াতে গিয়েছি ৷ এক দাদা ডেকে বললো, নাতি সরকারী চাকরির চেষ্টা করো ৷ অমুকের ছেলে সরকারি চাকরি করে ৷ ইয়া বড় ভুড়ি ৷ মাশাল্লাহ ৷ একদিন তোমারও ভুড়ি হবে ৷ সেদিন দাদাকে দেখলাম ভুড়ির গর্বে গর্ভবতী ৷
.
বউ প্যাগনেন্ট হওয়ার পর হঠাৎ একদিন এসে আয়নার সামনে দাঁড়িয়ে হাব্বীকে বললো, তাকিয়ে দেখো আজ সমান অধিকার বাস্তবায়ন হয়েছে ৷ তোমাকে আমাদের দেখতে সেইম সেইম লাগছে ৷
.
স্ত্রীর খোঁচা নাকি তার খুব অপমান লেগেছে ৷ সে গেছে জিম করতে ৷ কয়েক মাস টানা কসরত করলো ৷ এরি মধ্যে তার পুত্র সন্তান জন্ম নিলো ৷ বউ তার আগের রূপে ফিরে যেতে লাগলো ৷ ভদ্রমশাই এতো চেষ্টা করেও পেট কমাতে পারছে না ৷ একদিন তারা আবার আয়নার সামনে দাঁড়িয়ে আছে ৷ লোকটি তখন বললো, সমান অধিকার বাস্তবায়নের জন্য আমাদের আরেকটা বেবী দরকার ৷
২| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: মধ্যপ্রাচ্যে একটা ছবি খুব ভাইরাল হয়েছিলো। দুই ইয়া বড় বড় ভুড়িওয়ালা বাংলাদেশী ভাই লুংগী-জামা পরা, ভুড়িতে ভুড়ি ঠেকিয়ে দাড়িয়ে গল্প করছে। সবাই সেটাকে Friendship Goals লিখে শেয়ার করছিলো!
ছবিটা খুঁজে পেলাম না, পেলে দিয়ে দিবো।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভুড়ি'তে ভুড়িময়।
জয়তু ভুড়ি।
ভুড়ি হবে তারই
যার আছে কিছু বেশী।