নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম রমজানের শুরু

০১ লা মার্চ, ২০২৫ রাত ৯:৪৫

অফিস শেষে রাস্তায় জ্যাম ট্যাম ঠেলে বাসায় আসতে প্রায় ৯ টা বেজে গেছে। এদিকে এশার নামায শেষ হয়ে তারাবি শুরু হয়ে গেছে। ম'সজিদের পাশ দিয়ে আসার সময় খেয়াল করলাম ম'সজিদ পরিপূর্ণ হয়ে কাতারের সারি রাস্তায় এসে ঠেকেছে। ভাবছি না'মাজ কোথায় পড়বো। একদিকে ভালো লাগছে যে দেশে একটা ই'সলামিক জাগরণ তৈরী হচ্ছে।

আসার সময় খেয়াল করলাম অন্যদিকে মাহে র'মজানকে স্বাগত জানিয়ে ছাত্ররা মিছিল করেছে। সরব উপস্থিতি।

ঐদিকে সমস্বরে প্রায় সন্ধ্যায় গ'জল কিংবা ই'সলামী সঙ্গীতে মেতে উঠেছে এক শ্রেণীর যুবক। পাশ দিয়ে সুন্দরীর হেঁটে গেলেও ভ্রুক্ষেপ নেই।

তাদের চোখে মুখে যেনো এক ধরণের জ্যোতি পরিলক্ষিত হচ্ছে। এ‌ই তো কিছু দিন আগেও মুখে ই'সলামী স্লোগান তুললেই জ'ঙ্গী ট্যাগ পেতে হতো।

উদ্ধার করা হতো ভয়ঙ্কর অস্ত্রস্বরূপ জা'য়নামাজ, হা'দীসের বই কিংবা মেসওয়াক।

অন্যদিকে যার নির্দেশে এসব করা হতো তিনি নাকি গভীর রাতে বিছানা থেকে গড়িয়ে তা'হাজ্জুদে পড়তেন।

যাই হোক সবাইকে মাহে র'মজানের শুভেচ্ছা। নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। এমন রমজানের স্বাদ ১৭ বছর পরে পাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.