নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

You Can Fail

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৭:৫৮

ইন্টারের রেজাল্ট দেখার পর ছেলেটি মন খারাপ করে নদীর ধারে বসে আছে । আজ তার জয়া আহসানের নতুন ছবি আপলোড দেখতেও ভালো লাগছে না ।
.
মাঝখান দিয়ে একটু ঢু মেরে ঐ ফোল্ডারেও ঢুকে দেখেছে । বরং আজ সত্যি মনে হলো সবকিছু রক্তে মাংস দিয়ে তৈরী । আজ মাথা নুইয়ে থাকার দিন । আশেপাশের সব বন্ধুরা এ প্লাসের ভরে দন্ডয়মান ।
.
ভাবছিলো বাসায় গিয়ে ভাত পাবে না । কিন্তু উল্টো প্লেট ভরা কাচ্চি । তা ও দুই দু খানা লেগ্ পিছ্ । মা বলছে খাও । বাবা এসে বললো, ওয়েল ডান্ ।
.
রুমে গিয়ে দেখলো ফুলে ফুলে ভর্তি । হঠাৎ ভাবনার উদয় হলো । ইন্টার ফেইল করার কারণে না জানিয়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কি না! খুব খারাপ লাগছে সখিনার জন্য । যার জন্য ফেইল করেছে সে আজ এ+
.
দূর কিচ্ছু ভালো লাগছে না । কি যে হচ্ছে । গান ধরতে ইচ্ছে করছে, ‘ও সখিনা গেছোস কি না ভুইলা আমারে, আমি এখন জরিনার জামাই, সে সবার বাসায় কাজ করে ।’
.
বাসার সামনে কিসের যেন জটলা । স্লোগান হচ্ছে । ফেল্টুস সাহেব একটু দেখতে বের হলো । ও মা, এ কি কান্ড! সবাই তার সাথে সেলফি তোলার জন্য অস্থির হয়ে আছে । রাতারাতি কি এমন করেছে সে? কোথাও কি কোন গন্ডোগোল হচ্ছে ।
.
একটু পর তাকে মাথার উপ্রে নিয়ে মিছিল আরম্ভ হলো । ক্রমে লোকারণ্যে হয়ে যাচ্ছে এলাকা । আলোচনার কেন্দ্রেবিন্দু হয়ে আছে সে । নিজেও জানে না কেনো ।
.
হঠাৎ একজন হ্যান্ড মাইক নিয়ে এগিয়ে এলো । বলা শুরু করলো, পুরো জেলায় সে ই কেবল একজন যে ফেইল করেছে যেখানে ৯০ শতাংশ এ+
.
সবাই একযোগে তাকে দেখতে আসছে । রাতারাতি সে ভাইরাল । এভাবে সপ্তাহ খানেক চলছে । অটোগ্রাফ ফটোগ্রাফ দিতে দিতে সে টায়ার্ড । নব্য ইয়ুটিউবারদের প্রতিজন এক হাজার টাকার বিনিময়ে সাক্ষাত্কার দিয়ে ভালোই টাকা কামিয়েছে। বাবা গর্ব করে বলতেছে, ছেলে হলে এমন হওয়া উচিত । আহা কত আনন্দ এই জীবনে,
.
সেদিন শুক্রবার একটু রিলাক্সে শুয়ে ছিলো । চিন্তা করেতেছে এই জীবনে লেখাপড়ার কি দরকার? একটু বুদ্ধি করে ভাইরাল হলেই এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী । ঠেকায় কে! এমন সময় সখিনা ঢুকে বললো, একটা অটোগ্রাফের সাথে সেলফি হবে? আপলোড করে কয়েকটা লাইক পাবো । আগে জানলে তোমাকে ফেইল করায় ব্রেকাপ করতাম না ।
.
সর্বশেষ, তাকে দেখা গেছে মোটিবেশন টক শো কিংবা পত্রিকার পাতায় পাতায় । আসছে বই মেলায় তার একটা বই আসছে, তুমিও হারবে (You Can Fail) ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৮

জনারণ্যে একজন বলেছেন: কাচ্চি বিরিয়ানি উইথ লেগ পিস।

তা ব্রেশ, তা ব্রেশ।

২| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: জীবন মানে রসিকতা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.