নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের অবস্থা হলো এই

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪০

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো বাংলা জানো , Can you Please tell me the diiference between আপদ and বিপদ!'
.
বঙ্কিম তখন উত্তর দিয়েছিলেন এমন, ধরেন দশ নং বিপদ সংকেত! লঞ্চ ডুবে যাচ্ছে! মরি মরি অবস্থা! এটাকে বলে বিপদ ৷ আর একজন ইংরেজ আমার থেকে বাংলা পরীক্ষা নিচ্ছে এটাকে বলে আপদ!
.
প্রতিনিয়ত এমন আপদে আছি আমরা ৷ ক্রিকেটের 'ক' ও বুঝে না সে গেছে টিভি শো'তে ম্যাচের বিরতি সময় খেলোয়ারদের পারফর্মমেন্স বিচার করতে ৷
.
সারা জীবন কাজের বুয়ার হাতের রান্না খেয়ে অভ্যস্ত মেম্ সেদিন গেলো রান্না বিষয়ক জ্ঞান দান করার জন্য ৷
.
একদিন শাহরুখ খানকে দেখি ইসলাম বিষয় বিতর্কের অতিথি হিসেবে আরেকদিন শাহরিয়ার কবিরকে দেখলাম হেফাজতের এক নেতার সাথে কোরআনের বয়ান দিচ্ছেন ৷
.
টকশো গুলো ঝাল মিষ্টির টক্ হওয়ার পিছনে এসব কর্মকান্ডগুলো মূখ্য ভূমিকা রাখছে ৷
.
ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করে একটি দেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করেন কেউ কেউ ৷
.
ইতিহাস থেকে পড়ে ব্যাংকে চাকরি করছে অনেকে ৷ সম্ভব হলে এই দেশে ইঞ্জিনিয়ার ডাক্তারি করতো আর ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতো ৷ বড্ড বিচিত্র সব আয়োজন ৷
.
আজকের দিনে, সরকারি কর্মকর্তারা প্রজাতন্ত্রের সেবা না করে রাজনীতিক কর্মকান্ডে লিপ্ত তা হলো আপদ, তার কারণে ইংরেজি পড়ে স্বাস্থ্যমন্ত্রী হওয়া পুতুল সরকার যে সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাকে বলে বিপদ ৷

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৫

রাসেল বলেছেন: আমি জেগে জেগে ঘুমাইতেছি, আমাকে ঘুম থেকে উঠতে পারবেন না।

২| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৬

কাঁউটাল বলেছেন: কথা সত্য

৩| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইউনুছ গংদের হাত থেকে দেশটাকে বাঁচাও ।

এরা সবাই অপরাধীদের পৃষ্ঠপোষক।

জেল থেকে সবাইকে ছেড়ে দিয়েছে।

সরকারের নিয়োগকর্তারাই তো ক্রিমিনাল।

আপনাদের কাছ থেকে জাতি কিছু আশা করে না।

তাদেরকে মাফ কৈরা দেন।

৪| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ইতিহাস থেকে পড়ে ব্যাংকে চাকুরি করলে কি সমস্যা? দেশে সাব্জেক্ট ভিত্তিক জব নেই। কেউ সাধ করে ইতিহাসে পড়ে না। সবার শিক্ষক হওয়ার ইচ্ছাও নেই।

৫| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২৯

কাঁউটাল বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: ইতিহাস থেকে পড়ে ব্যাংকে চাকুরি করলে কি সমস্যা?
এইটা বুঝার মত মগজ সৈয়দ কুতুবের থাকলে ব্লগে এসে উল্টাপুল্টা লেখালেখি করত না।

৬| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৪১

নিমো বলেছেন: কাঁউটাল মাদারচোত, নাহিদ যখন সমাজ বিজ্ঞান পড়ে তথ্য, প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলো, তখন তুই কোথায় ছিলি। আসিফের পড়াশোনা কিসে, মন্ত্রণালয় কিসের? তুইতো নিজেইতো ক অক্ষর গোমাংস।

৭| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: কাউটাল@আপনি ভালোই মানুষ হাসাতে পারেন। :>

৮| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: নিমো@আপনার এত রাগান্বিত হওয়ার কি আছে? উহা আমার বিরুদ্ধে মন্তব্য করেছে। উহার নাম যেমন হাস্যকর লেখাও পিকিউলিয়ার ! ব্লগ গালাগাল দেয়ার স্থান নয়।

৯| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:০২

কু-ক-রা বলেছেন: উহা (সৈয়দ কুতুব) পাঁদগাজীর মাল্টি। উহা নিজের পোষ্টে মন্তব্যের জবাব দিতে ব্যর্থ হইলে রাগান্বিত হইয়া কমেন্ট ডিলিট করে।

১০| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৪

কাঁউটাল বলেছেন: নিমো বলেছেন: কাঁউটাল মাদারচোত, নাহিদ যখন সমাজ বিজ্ঞান পড়ে তথ্য, প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলো, তখন তুই কোথায় ছিলি। আসিফের পড়াশোনা কিসে, মন্ত্রণালয় কিসের? তুইতো নিজেইতো ক অক্ষর গোমাংস।

উপদেষ্টা হওয়া আর চাকরি করা একজিনিস?

নানা পেশার জন্য বিভিন্ন ধরনের দক্ষতা ও জ্ঞানের প্রয়োজন হয়। ইতিহাসের ছাত্ররা সাধারণত সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি ও নীতির বিশদ বিশ্লেষণে পারদর্শী হলেও তাদের জ্ঞান ব্যাংকিং খাতের প্রযুক্তিগত ও আর্থিক বিষয়ে উপযুক্ত নয়। ব্যাংকের কাজ মূলত হিসাবরক্ষণ, পরিসংখ্যান বিশ্লেষণ, ঋণ অনুমোদন এবং বিনিয়োগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত, যেখানে গণিত, অর্থনীতি ও ফিনান্সের ভূমিকা মুখ্য। ইতিহাসের ছাত্ররা এসব বিষয়ে প্রশিক্ষিত নন, ফলে তারা স্বাভাবিকভাবেই ব্যাংকিং পেশায় উপযুক্ত নন।

অন্যদিকে, ইতিহাসবিদরা বা সমাজ বিজ্ঞানিরা যদি বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেন, তবে তারা রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন। ইতিহাস/ সমাজ বিজ্ঞানি তাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে, যা নীতিনির্ধারণের ক্ষেত্রে অপরিহার্য। তারা অতীত বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারেন কোন নীতি কীভাবে কাজ করেছে, কোন পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে কীভাবে সেগুলোর পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় যারা সক্রিয়ভাবে জড়িত থাকেন, তারা নীতিনির্ধারণের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে পারেন, যা কেবল বইয়ের জ্ঞান থেকে অর্জন করা সম্ভব নয়।

একজন সরকারি উপদেষ্টা হওয়ার সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো, তারা বিশেষায়িত বিষয়ের জন্য পরামর্শক নিয়োগ করতে পারেন। যেহেতু একজন উপদেষ্টা সব বিষয়ে বিশেষজ্ঞ নন, তাই তার অধীনে অর্থনীতি, আইন, কূটনীতি কিংবা প্রযুক্তি বিষয়ে দক্ষ পরামর্শক নিয়োগের ক্ষমতা থাকে, যারা সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নীতিনির্ধারণে সাহায্য করেন। এই কাঠামোর ফলে একজন ইতিহাসবিদ বা সমাজ বিজ্ঞানী যিনি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি তার নিজস্ব বোঝাপড়ার সঙ্গে বিশেষজ্ঞ পরামর্শকে যুক্ত করে কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন।

ইতিহাসের ছাত্রদের জন্য উপযুক্ত পেশাগুলোর মধ্যে সরকারি নীতিনির্ধারক, গবেষক, কূটনীতিক, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক উল্লেখযোগ্য। ব্যাংকিংয়ের মতো নির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতা-নির্ভর পেশায় তারা স্বাভাবিকভাবে উনারা উপযুক্ত নন।

১১| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৩

কাঁউটাল বলেছেন: নাহিদ বা আসিফরা উপদেষ্টা হয়েছে বিশেষ একটা অবস্থার প্রেক্ষিতে। জরুরী অবস্থার প্রেক্ষিতে বলা যায়। এবং তাদের মন্ত্রনালয় চালানো নিয়ে তেমন কোন অভিযোগ নাই। নাহিদের মন্ত্রনালয় যেহেতু প্রযুক্তিগত ভাবে ক্রিটিক্যাল এইজন্য তার দক্ষ পরামর্শক ছিল (খোঁজ নিয়ে দেখেন)।

১২| ০৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

নিমো বলেছেন: আরে কাঁউটাল ছাগল, তুই যে অশিক্ষিত, তার প্রমাণ তোর দুই মন্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তার আবর্জনা। উপদেষ্টা আসলে কী এ নিয়ে পড়াশোনা কর। ইউনূস থেকে আসিফ কার উপদেষ্টা আগে জান। তোর উপদেষ্টারাও বেতনভোগী চাকর, যেটা জনগণেরই করের টাকায় দেয়া হয়। তোর মত কিছু উজবুক বোধহয় পরামর্শক, তাও কৃত্রিম বুদ্ধিমত্তার আবর্জনা। নইলেতো বেসরকারি নিরাপত্তা কর্মীরা গ্রেপ্তারের ক্ষমতা পায় না। এই মন্তব্যের উত্তর দেয়ার দরকার নেই। কোন কৃত্রিম বুদ্ধিমত্তার ছাগলামি হজম হবে না।

১৩| ০৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

নিমো বলেছেন: কোন অভিযোগ নেই বলেইতো আসিফের মন্ত্রণালয়, সাখাওয়াতের পকেটে চলে গেছে। গবেট।

১৪| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ৮:০২

সৈয়দ কুতুব বলেছেন: কু-ক-রা @ পাদগাজী আর আপনি আমার লেখায় এসে ঝগড়া করলে আমি ডিলিট করবই । আমি দুইজনের কমেন্টই ডিলিট করে দিয়েছিলাম কিন্তু আপনার মনে হচ্ছে কেবল আপনার টাই করেছি।

আজকে লিখেছেন, আমি নাকি র এর এজেন্ট । একজন এজেন্টের খাইয়া কাম নেই যে আজাইরা ব্লগে টাইম পাস করবে। আর র এর এজেন্ট খুব নিচূ মানের : মোসাদ, কেজিবি অথবা সিআইএ ট্যাগ দিলে খুশি হতাম। এইজন্যও ডিলিট দিয়ে দিছি। :-P

১৫| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৮

কামাল১৮ বলেছেন: @ কুতুব,পাদগাজী কে?

১৬| ০৯ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আপনি অনেক মন্তব্য পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.