নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এবার ঈদে গান শুনাবেন না প্রিয় প্রখ্যাত গুণী শিল্পী মাহফুজুর রহমান

২৫ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৪

এবার ঈদে গান শুনবেন না এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। খবরটা শুনার পর মনে হলো ঈদটা ই মাটি হয়ে যাবে।
.
আসলে বাঙ্গালী দাঁত থাকতে স্যারের মর্যাদা বুঝে না ৷
.
তবুও শিল্পী মাহফুজুর রহমান আমি তোমাদেরই গান শোনাবো তোমাদেরই মন ভরাবো শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রবো শিল্পী আমি...! জাত শিল্পীরা এমনি ৷
.
একজন সব্যসাচী, স্বভাবজাত শিল্পী, শিল্পের অনুরাগী এমন মানুষ আসলে হাজার বছরে তেমন একটা খুব বেশী দেখা যায় না,
.
এদিকে তোমরা ভাবো জেমসের মতো চিল্লাইলে গান, আমরা ভাবি, মাহফুজুর রহমান স্যার, আপনি গেয়ে যান্ ৷
.
সত্যি বলতে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম স্যারের গান, সেদিন থেকে মাহফুজুর রহমান ই জীবন, স্যার ই আমার প্রাণ, আমার মায়ের আদেশ স্যারের মতো গাইতে হবে গান...!
.
প্রতিভার কদর নেই বাংলাদেশে, ইন্ডিয়াতে জন্মালে মাহফুজুর রহমান স্যার আজকে এআর রহমান হতে পারতো, বাংলাদেশে জন্মে কেবলি ট্রল হয়েছে ৷
.
বলতেই হয়, যে দেশে গুনীর কদর নেই সেই দেশে শিল্পী মাহফুজুর রহমান স্যার জন্মাতে পারেন না, তবুও ভাগ্য আর আশীর্বাদে জন্মেছিলো ৷
.
সিরিয়াসলি বলছি, মাহফুজুর রহমানের গান যারা লাইক করে না আসলে তারা জেলাস্ নয়তো সুর তাল লয় বুঝে না ৷ আবারো সত্যি বলতে স্যার, এ আর রহমান লেভেলের একজন শিল্পী ৷
.
মাহফুজুর রহমানের গান শুনে যার ভালো লাগেনি সে কখনো প্রকৃত প্রেমে পরেনি কিংবা কোন ললনা তার হৃদয় ভেঙ্গে চুরমার করে যায়নি তাই তার আবেগ উতলে উঠে না...! স্যারের গানে আমি বুক ফাঁটা আর্তনাদ দেখেছি..!
.
প্রতি ঈদে রাত দশটায় মাহফুজুর রহমান স্যার আসতেন, হাত নাড়েন, গান গেয়ে, বরাবরের মতো হৃদয় জয় করে সাথে করে নিয়ে যাচ্ছেন, যাবেন, গিয়েছিলেন ৷
.
যদি কোনদিন গানের পাখি, কোকিল কন্ঠী, সুরের সাধক স্যার অভিমানে গান বন্ধ করে দেন্, সেদিন তোমরা বুঝবে, কি হারিয়েছি আমরা ৷ আজ মনে হয় সেই দিন।
.
চিরদিনই স্যার যে আমার, যুগে যুগে স্যার আমাদেরই || আমরা আছি, সেই যে তোমার, তুমি আছো সেই আমাদের ই। সঙ্গী, সঙ্গী, আমরা তোমার অমর সঙ্গী।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৮

মিরোরডডল বলেছেন:




রম্য লেখাটা সুপার্ব হয়েছে :)



২| ২৬ শে মার্চ, ২০২৫ ভোর ৬:১২

ইকবাল স্পেন বলেছেন: শুধু গান গাওয়া নয়, গান নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও করেন মাহফুজুর রহমান। বরাবরই নিজস্ব ঢঙে হাজির হন দর্শকের সামনে, কখনো রোমান্টিক গান নিয়ে, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে। গান নিয়ে তার এই যাত্রা নিয়ে যত বিতর্কই থাকুক, এটুকু নিশ্চিত—তিনি থামতে জানেন না। তবে এবার ঈদে গান না গাওয়ার ঘোষণায় তার ভক্তদের মন খারাপ, আর ট্রলকারীদের আফসোস।

৩| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩৬

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

৪| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: মুলত উনি গান জানেন না। কিন্তু গানের প্রতি তার ভালোবাসা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.