নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাবা মা কি এমনি?

২৭ শে মার্চ, ২০২৫ রাত ১১:৪৩

আমি এবং আমার বউ এবার ঈদে কিছু কিনি নাই। কারণ কেমনে কিনবো, আমাদের সকল পরিকল্পনা আমাদের মেয়েকে ঘিরে।

আমার মেয়ের জন্য প্রথমে আমি মার্কেটে গিয়ে যত ধরণের ড্রেস আছে সব ছবি তুলে নিয়ে আসলাম। আমার স্ত্রীর পছন্দ হচ্ছে না। তারপর দুইজনে ৬০০ টাকা সিএনজি খরচ করে শহরে এসে মার্কেট তন্ন তন্ন করে খুঁজে একটা লেহেঙ্গা, দুই জোড়া জুতো সাথে রেগুলার ব্যবহার করার জন্য ৫০ টাকা ধরে অনেকগুলো জামা ভ্যান থেকে নিলাম।

সেটা বড় কথা না! জুতো, জামা সবকিছু ম্যাচিং করে এখন বউ ক্লিপ ম্যাচিংয়ের জন্য আবারো মার্কেটে যাবো।

তারপর পাউডার থেকে শুরু করে বডি লোশন আরো কত কি বাকী। আমাদের সব পরিকল্পনা আমাদের মেয়েকে ঘিরে।

আমার এখনো পর্যন্ত মনে হয়নি আমার কিংবা বউয়ের কোন কিছু কেনা লাগবে। মেয়ের আনন্দ আমাদের সবকিছু।

এই লেখাটার মূল উদ্যেশ্য বাবা মা হলে যে কেউ পাল্টে যায়। কেনো জানি অন্যরকম হয়ে উঠে। সন্তানদের ভালো থাকা নিজের ভালো থাকা হয়ে ধরা দেয়। তাদের আনন্দ বাবা মায়ের আনন্দ। তাদের সাফল্য যেনো বাবা মায়ের সাফল্য।

ভালো থাকুক সকল সন্তানরা। সৎসাহস নিয়ে নিজেকে গড়ে তুলুক। হয়তো বাবা মা হওয়া পর্যন্ত তারা কখনো তা উপলব্ধি করবে না। আমরাও করতাম না।

ছবিতে আমার মেয়ের ঈদের পোশাক নিয়ে আমার ব্যক্তিগত রিচার্সের অল্পঅংশ গ্যালারি থেকে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ১:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঈদে বাবা-মা কে কখনও নতুন ড্রেস পরতে দেখেছি বলে মনে পড়ে না। ২০০৫ এ আমি এবং বড় ভাই প্রথম ভালো এমাউন্টে টাকা ইনকাম শুরু করি। তখন আব্বাকে একটা পাঞ্জাবী কিনে দিয়েছিলাম। আমার আব্বা এর আগে কোন দিন এতদামী পাঞ্জাবী পরেন নি। তার মুখটা দেখার মত হয়েছিলো সেদিন। সেবার আম্মাকে একটা শাড়ি দিয়েছিলাম। আম্মা কতদিন যে মানুষকে সেটা দেখিয়েছেন।

এখন বাবা হয়েছি, ছেলে-মেয়ের জন্য ড্রেস কিনি। নিজে পরি "যা ঘরে ছিলো তাই"! বউ কখনও কখনও কিনে, কখনও কখনও কিনে না।

২| ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: আমারও সেইম অবস্থা। কন্যার জন্য ভরপুর শপিং করেছি। নিজের কথা ভাবি নাই।

৩| ২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!
মেয়ের জন্য সুন্দর সব জামা!!!

ভাইয়া মাঝে মাঝে ল্যাপটপেও ব্লগে জয়েন করো। সবাই তোমার উত্তরের অপেক্ষায় থাকে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.