নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

রাশি চক্র, ভন্ডামী শুধু নয় অমার্জনীয় পাপ।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪



২০১০ সমাগত আর মাত্র ১ দিন। জ্যোতিষীরা সারা বছর গবেষনা করে পরের বছরের রাশিভিত্তিক ভবিষ্যত বিশ্লেষন প্রকাশ করেন বিভিন্ন পত্রিকার মাধ্যমে। নভেম্বরের শুরুতে এ সব রাশি চক্রের পত্রিকা গুলো হু-হু করে বিক্রি হয়ে যায়। প্রতিদিনই বিভিন্ন পত্রিকায় প্রতিদিনের রাশিফল ছাপা হয়, কিন্তু বছরের শুরুতেই পুরো বছরের ফলাফল জেনে নেওয়ার লোভ অনেকেই সামলাতে পারেন না।



এই জ্যোতিষীরা কি সত্যিই কোন গবেষনা করে? তাদের গবেষনার ভিত্তি কি? এই গবেষনার জন্য বিজ্ঞানের ধরা কতটুকু অনুসৃত হয়? জ্যোতিষীরা তাদের গবেষনার পদ্ধতি এবং ফলাফলের কোন বিজ্ঞানভিত্তিক বিশ্লেষন কখনই সাধারনের কাছে প্রকাশ করেন না। সৎ সাহস থাকলে নিশ্চয় তারা গোপন করতেন না। তারা প্রকাশ করুক বা না করুক সাধারনভাবেই আমরা জানি ভবিষ্যত দর্শন সম্ভব না। সূর্য ও চন্দ্রের প্রভাব, গ্রহ নত্রের প্রভাব অথবা দিবা-রাত্রির প্রভাব যায় বলি না কেন এগুলো আমাদের জীবন যাত্রাকে প্রভাবিত করে নিঃসন্দেহে। কিন্তু এই প্রভাবের মাত্রা কতটুকু স্থান-কাল-পাত্র ইত্যাদি সুনির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি কখনও এবং আদৌ সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে, ............................................... ।



ইসলামের দৃষ্টিতে রাশি চক্র বা রাশিফল বিশ্বাস করা অমার্জনীয় পাপ। জন্ম-মৃত্যু-বিয়ে সুস্থ্যতা-অসুস্থ্যতা প্রকৃতির মেজাজ-মর্জি কখন কেমন হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কাজেই ভবিষ্যতবানী করা আল্লাহর সাথে শীরক করার সামীল।



অজানাকে জানার স্পৃহা মানুয়ের মধ্যে চিরন্তন। এই দূর্বলতা থেকে আমরা অনেকেই রাশিফল দেখতে পছন্দ করি, বিশ্বাস না করলেও কিছুটা ধূর্বলতা অনেকরই আছে। আমাদের এই দূর্বল চিত্ত অজান্তেই আমাদেরকে শীরক করার দিকে ধাবিত করে। রাশি চক্র নামের এই শয়তানী চক্র সর্বতভাবে পরিতায্য।

মন্তব্য ৪৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

বিপ্লব কান্তি বলেছেন: আমি ও এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু কিছু কিছু বিষয়ে এমনই মিলে যায় যে বিশ্বাস না করা কঠিন । দু-সপ্তাহ আগে শনিবারের ছুটির দিনে আমার রাশিফলে দুটি লাইন মাত্র লেখা ছিল। সারা সপ্তাহ আমার কেটেছে এ লাইন দুটিতে কাজটি নিয়ে। অথচ এ কাজটি আমি করব স্বপ্নে ও কল্পনা করতে পারিনি , আর কখনই করতে ও পারব না। জীবনে একবারই আসে এরকম কাজ করার সুযোগ।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এটা কাকতালীয়, এটাকে উদাহরন হিসাবে নেওয়া ঠিক হবে না। আমার মনে হয় আপনিও তা'ই বিশ্বাস করেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২

তাশফিকাল বলেছেন: ভাই হক কথা বলেছেন...

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কোন সন্দেহ নাই।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

বিপ্লব কান্তি বলেছেন: মোটেই কাকতলীয় বিষয় নয়, এ বিদ্যাটি চরম সত্য, যদি সঠিকভাবে গুনতে পারে। কিন্তু শতকে এক দুজন হয়ত বিদ্যাটি জানে , বাকিরা পাবলিকের কাছ থেকে খোমোখে টাকা নেয়।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনার ঐ দুই লাইন মিলে যাওয়া ছাড়া আর কোন প্রমান আছে ? এক্ষেত্রে শতকে এক দুজন কম নয়, এরকম কেউ জানা-শোনা আছে আপনার।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

বিপ্লব কান্তি বলেছেন: প্রায়ই মিলে যায়। সিরিয়াস কথা সবসময় লিখা থাকে না। সিরিয়াস রকমের বেশিরভাগই মিলে যায়। ভাগ্য ওদিকে টেনে নিয়ে যায়।

অনেকেরই এরকম মিলতে ও দেখেছি , আমি ওগুলো বিশ্বাস করতাম না একেবারেই। পরে বেশ কিছু ঘটনা দেখে বুঝেছি, এ বিদ্যাটি সত্য ।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এখানে সব সময়ই পজেটিভ লেখা থাকে এটা একটা ভাল দিক। কিছু সাধারন বিষয় মোটামোটি সব রাশিতেই মিলে যায়।

তাদের গননা পদ্ধতীর বৈজ্ঞানিক ভিত্তি কি তা আমাদের জানা দরকার। বিজ্ঞানের সাথে তুলনা না'ই করলাম, যে পদ্ধতিতে তারা বিশ্লেষন করে তার ব্যখ্যা থাকা দরকার।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯

ক্যামেরাম্যান বলেছেন: এটাকে ফান হিসেবে নেয়াটাই ভাল।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ফান তো বটেই।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

বুমবুম বলেছেন: বিশ্বাস অবিশ্বাসের কিছু জানি না তয় রাশি অনুযায়ি চারিত্রিক বৈশিষ্ট্য অনেকাংশেই মিলে:)

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এখানে সব সময়ই পজেটিভ লেখা থাকে এটা একটা ভাল দিক। আমরা নিজেকে পজেটিভ ভাবতেই পছন্দ করি, সে জন্যেই মনে হয় যে মিলে যাচ্ছে।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: আপনার বার্থ ডে টা জানি কবে?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ২৫ সেপ্টেম্বর।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১০

মিলটন বলেছেন: আমার মতে এটার কোন ভিত্তি নাই। অন্ততঃ আমরা পেপার পত্রিকায় যা পড়ে থাকি রোজ রাশিফল।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সহমত।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

পারভেজ রবিন বলেছেন: রাশিফল যদি সত্যিই হতো তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফিন্যান্স ম্যানেজার না নিয়ে জইতিষি ম্যানেজার নিয়োগ করত।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
:) :) :) :) :) :) :) :) :)

NSI, CIA, ISI ইত্যাদির দরকার ছিল না দু-চার জনের একটা করে জইতিষি টিম থাকলেই চলে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: প্রতিদিন পেপারে কি কি পড়ি জানেন? কৌতুক, রাশিফল আর বেসিক আলি।
বুঝেন কি কৈবার চাইছি। :))
সারা দিনে একটু তো হাসতে ইচ্ছা করে।

চোখ বন্ধ কইরা যে কোন একটা রাশি পিক কইরা পড়া শুরু করেন, দেখবেন অন্তত অর্ধেক কথা মিলা যাইবো আপনের লগে।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
:) :) :) :) :) :) :) :) :)
সত্যিই, হাসির খোরাকই বটে।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

িনরুপমা.কম বলেছেন: এইখানে দেখুন



আগের কমেন্টটা মুছে দিন প্লিজ।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: খুব সুন্দর কিছু যুক্তি দিয়েছেন। ভাল লাগল। আপনার ঐ পোষ্টে + আর মন্তব্য দিয়ে এলাম।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪১

সরল মানুষ বলেছেন: NSI, CIA, ISI ইত্যাদির দরকার ছিল না দু-চার জনের একটা করে জইতিষি টিম থাকলেই চলে।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

মহলদার বলেছেন: এই রকম একটা ধোঁকাবাজিপূর্ণ বিষয় নিয়ে মিডিয়াগুলোও কি রকম বিজ্ঞাপন প্রচার করে। টাকার কাছে নৈতিকতা/দায়িত্বশীলতা ও পরাস্ত। আমি এটাকে ফান হিসাবেই দেখি। যারা বলে রাশিচক্র, ভাগ্য গননা, পাথর (পাথর ধারন করে সমস্যার সমাধান)প্রভৃতির বৈজ্ঞানিক ভিত্তি আছে তারা বিজ্ঞান বিষয়টাই কদ্দুর বোঝে কে জানে?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মিডিয়া সভ্যতার যতটুকু উপকার করেছে তার চেয়ে অনেক বেশী ক্ষতি করেছে। মিডিয়া একটা বাণিজ্য ছাড়া আর কিছু না।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: প্রোবাবিলিটির অংক জানলেই অনেক কিছু মিলিয়ে দেয়া সম্ভব। তবে, নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কেউই ভবিষ্যত জানেন না। আপনাকে অনেক ধন্যবাদ!

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনাকেউ ধন্যবাদ। নববর্ষের শুভকামনা।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: কেমন আছেন?? কোন খবর নাই ক্যান ?? দ্যাশে কোন ট্যুর দিলে আওয়াজ দিয়েন।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অফিসে ব্যাস্ততা বাড়লে খবর থাকে না। কাল অফিস শেষে বাড়ী যাব, সব ভাই-বোন মিলে বাড়ীর বাগানে ৩১রাতের ফ্যমেলি পিকনিক হবে। শনিবারে আবার অফিস।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭

ধীবর বলেছেন: সহমত। অনেক দিন পর দেখলাম, কেমন আছেন ভাই?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অনলাইনে বেশী সময় হচ্ছে না কিছু দিন থেকে। অফ লাইন থেকে আপনাকে দেখেছি। ভাল আছি।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯

তায়েফ আহমাদ বলেছেন: এইসব দেখলে খালি পিডাইতে মন চায়।X(

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
সহমত।

"খালি পিডাইতে ইচ্ছা করে" এরকম একটা নিক ছিল এই ব্লগে। নিক নামটা আমার খুব ভাল লাগত, একন আর দেখি না।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

সুবিদ্ বলেছেন: আমি কিন্তু মজা পাই পড়তে.......বিশ্বাসের কিছুই তো দেখিনা

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মজা নিতে দোষ নাই। বিশ্বাস করলে পাপ। বিশ্বাসের কিছু থালে না দেখবেন। :)

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭

তাজা কলম বলেছেন: এটা ফান হিসেবেই বেশীরভাগ মানুষ নিয়ে থাকে।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সেটাই ভাল। বিশ্বাস করলেই পাপ।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৯

বুবলা বলেছেন: একটা ঘড়ি বন্ধ থাকলেও ২৪ ঘন্টা তে ২ বার ঠিক টাইম দেবে মানে ৮.৫% সাফল্য জ্যোতিষি ব্যাপার টা তাই

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সয়ংক্রিয় সাফল্যের উৎকৃষ্ট উদাহরন। আমার ব্লগে স্বাগতম।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

নুরুল বলেছেন: রাশি কি ?

৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: লেখক বলেছেন: রাশি এক প্রকার তেল যা জ্যোতিষদের কাছে পাওয়া যায়, তারা গ্রহ নক্ষত্র ভাইঙ্গা এই তেল তৈরী করে। প্রতি সকালে ঘুম থেকে উঠে এই তেল সারা শরীরে মাখলে দিন ভাল যায়। :) :) :)

২২| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

নোঙ্গর ছেঁড়া বলেছেন: আজকে আমার রাশিতে ছিল আমি আপনার পোষ্টে কমেন্ট করবো..................;)

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৮

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: বাড়ী কোথায়??

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মহিষ বাথান, আপনার ?

২৪| ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: মহিষ বাথান কি যশোরে ??

২৫| ০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

ত্রিমাত্রিক বলেছেন: জ্যোতিষী হালাগো ইচ্ছামত পিডাইয়া জিগাইতে মুঞ্চায়, কিরে তোরে যে পিডামু এইডা তুই আগে জানতি না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.