![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চিটাগাং ভার্সিটিতে এডমিশন হয়েছে তাই ঢাকা থেকে ওখানে গিয়ে একটা বাসার এক রুম নিলাম বাড়িওয়ালার একটা মেয়ে আছে। এতটুকু আগেই বলে রাখলাম।
গতকাল প্রথম উঠেছি বাসাটায়, গিয়েই আমার রুমে ব্যাগ ট্যাগ রেখে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম ভার্সিটিতে সবকিছু ঠিক করে আসতে হবে, আসতে আসতে অনেক রাত হয়ে গেল। নতুন মানুস কিন্তু ঢাকাইয়া পোলা তাই সাহসের কমতি নেই কিন্তু এখানেও যে এরকম হয় কে জানতো সিংহের গর্জনতো আর লোকালয়ে চলেনা। ওরা যদি একটু রহম করতো একেবারে গায়ের কাপড়টা পর্যন্ত নিতে কার্পণ্য করল না।
নগ্ন শরীরে বাসায় এসে কলিংবেল চাপলাম এই মুহুর্তে বাসায় যে মেয়েটা ছাড়া আর কেউ নেই সেটা জানলেও হতো অথবা অন্তত এটা যদি জানতাম যে এই মেয়েটা মেয়ে না বাঘিনী।
ঘরটা খুলে আমাকে দেখেই একটা চিৎকার ওরে মা এটাকি যেই সেই চিৎকার ভুত দেখলেও এরকম চিৎকার করেনা কেউ। তার পর মুহুর্তেই দেখলাম কোথা থেকে একটা লাঠি নিয়ে এল.........
বাকি সব ইতিহাস, এখন হাসপাতালের বেডে শুয়ে আছি বাঘিনীটা আমার পাশে বসে আছে....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
Ami Abir বলেছেন: হু
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
হানিফঢাকা বলেছেন: ইয়াল্লাহ!!!!!!!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
Ami Abir বলেছেন:
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
আলী বলেছেন: বাঘিনীটা আমার পাশে বসে আছে....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
Ami Abir বলেছেন: হা সে এখনো আছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
ঋজুক বলেছেন: