![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ধারনা কোনো মা-বাবার তাদের সন্তানকে অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ করা এবং তাদের সকল আশা-ইচ্ছার বিরুদ্ধে যাওয়া ঠিক না...
ছেলেমেয়েকে খারাপ রাস্তা থেকে দূরে রাখতে প্রায় সব পিতামাতাই একটু অতিরিক্ত শাসন করে থাকেন...
কিন্তু শাসন এর পরিমান যখন অনেক বেশি এবং কষ্টদায়ক হয়ে পড়ে, তখন সন্তান তার বাবা-মার দেয়া অতিরিক্ত নিয়ম-কানুন এর প্রতিবাদ করতে চাইবে...
এরপর, তার বাবা-মা যখন দেখবে তাঁদের সন্তান তাদের বিরুদ্ধে যেতে শুরু করেছে, তখন খুব সহজেই তারা ধারনা করে নেবে যে তাদের ছেলেমেয়ে খারাপ রাস্তায় চলতে শুরু করেছে.
এর কারন হিসেবে, তাঁরা ধারনা করে নেন, তাদের শাসন পদ্ধতিতে বেশ কমতি আছে...
ততক্ষনাত্ তারা তাদের সন্তানদের উপর আরো কিছু বাড়তি পরিমান নিয়ম ঢেলে দেয়, সাথে তাদের কিছু শখ, ভালো লাগার কিছু জিনিস- যা সন্তানরা পছন্দ করেন, তা ওনারা কেড়ে নেন...
অথবা সন্তানদের কোনো স্বপ্ন বা আকাঙ্খা বা ইচ্ছা, ওগুলো নিঃশেষ করে দেন...
আর একটি মানুষের মস্তিষ্কে বেশ বড় রকম ক্ষতিসাধন ঘটে যখন তার স্বপ্নকে চোখের সামনে মরতে দেখা হয়...
এই পর্যায়ে এসে, সে সন্তানদেরও বিদ্রোহী মনোভাব আরও ক্ষুব্ধ হয়ে পড়ে...
এসময় তারা তাদের প্রতিবাদের চরম মাত্রায় চলে যায়...
হয়ত কিছু সন্তান এসব মেনেও নেয়...
কেউ হয়ত বাড়ি ছেড়ে চলে যায়...
কেউ হয়ত মা-বাবার গায়ে হাত তোলে...
কেউ হয়ত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়...
কেউ হয়ত আন্তহত্যা করে...
আর, যারা উপরের কিছুই করে না তারা, তাদের মা-বাবাকে খুন করে, এশীর মতো...
(উল্লেখ্য- অধিকাংশরা এরকম পরিস্থিতিতে পড়েন না... যারা এরকম পরিস্থিতির শিকার, এই ব্লগটি তাদের উদ্দেশ্য...)
©somewhere in net ltd.