![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা,
কেমন আছ? জানি, ভালো নেই...
কিভাবে থাকবা? যার মেয়ে ৩ বছর
ধরে বাড়ি ফিরে না, সে কীভাবেই
বা ভালো থাকবে? কি করব বল? আমায়
ওরা সবসময় একটি ঘরে আটকে রাখে...
একদম, বাইরে বের হতে দেয় না...
তিনটি বছর, আমি একটি ঘরে আবদ্ধ...
আমায় ওরা খুব কষ্ট দিচ্ছে, মা...
আমি অনেকবার
পালিয়ে চলে আসতে চেষ্টা করেছি...
পারিনি...
এলাকাটি বড় অদ্ভুত...
সব মেয়েকে আমার মত সাজিয়ে দোকানের
পন্যের মত সাজিয়ে রাখা হয়...
লোকজন এসে পছন্দ করে, এই ঘরের মত
কয়েকটা ঘরে কিছুক্ষন ব্যবহার করে...
তারপর, ২০০ টাকা দিয়ে ছেড়ে দেয়...
মা, আমরা কি মানুষ না?
আমরা কি সমাজের ব্যবহারের পণ্য
ছাড়া কিছুই না?
মা, আমার উপর আর রাগ করে থেক না...
আমি আমার ভুল বুঝতে পেরেছি...
তোমরা ঠিকই বলেছিলে, রাজীব
আমাকে কখনো ভালবাসে নি...
কিন্তু এটা তো ঠিক
যে আমি ওকে ভালোবেসে ছিলাম...
জানতাম আমাদের বিয়েটা তোমরা কখনোই
মেনে নিতে না, তাই তে তোমাদের
ফাঁকি দিয়ে ওর সাথে বেরিয়ে গেলাম...
কিন্তু কে জানত, বিয়ের এক মাসের মাথায়
ও আমায় ছেড়ে দিবে???
আমায় বেশ্যাপল্লীতে বিক্রি করে দিবে...
মা, জানি, এ চিঠি তোমার কাছে কোনোদিন
পৌছাবে না...
তবু লেখতে ভালো লাগছে- মনে হচ্ছে,
তুমি আমার পাশে বসে আমার
দিকে তাকিয়ে অভিমানি চোখে তাকিয়ে আমার
কথা শুনছ...
মাগো, অনেকদিন হল, তোমাদের দেখি না...
রানা কেমন আছে মা?
নিশ্চই অনেক বড় হয়ে গেছে, তাইনা?
বাবাকে বোলো, সময় মত ইনসুলিন নিতে...
আমার কথা ভেবে একদম মন খারাপ
করবে না...
আমি ঠিক আছি...
মাঝে মাঝে স্বপ্ন দেখি, আমাকে কেও
একজন এসে বলছে, "যাও স্নেহা,
তুমি মুক্ত...ফিরে যাও তোমার পরিবারের
কাছে...শুরু কর নতুন জীবন..."
হা হা হা, দেখেছ মা, আমিও কেমন পাগলি ?
কাস্টমার আসা যাওয়া ছাড়া সারাদিন
সারারাত যে মেয়ে একটি ঘরে তালাবদ্ধ থাকে,
সেও মুক্তির আশা করে...
আমার মুক্তি এখন শুধুমাত্র মৃত্যু...
দোআ কর মা, যেন আল্লাহ তা'আলা জলদিই
আমার মুক্তির ব্যবস্থা করে দেন...
ভালো থেক, মা...
তোমার আদরের,
স্নেহা...
--- আবির
©somewhere in net ltd.