![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বন্ধু অনেক রিকু মারাতে সিনেমা-
হলে ঢুকলাম---
আজকের পুর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবি- "
পালায়া যাইবি কই ? "
অদ্ভুত পোস্টারে মোটা-মোটা কিছু
মহিলা আর
মারমুখী ভঙ্গিতে তাকিয়ে থাকা কিছু ভিলেন
এর মাঝে দাড়ায়া-দাড়ায়া হিরো খুজতেছিলাম
।
পেছন থেকে বন্ধু দেখি দুইটা কাগজের
টুকরা নিয়া হাজির ।
----"চল, ইস্পেশাল টিকিট!!!"
----চল...
হলে এক পা দিতেই জাহান্নামের কথা খেয়াল
হয়ে গেলো ।
-----কিরে দোস্ত, এতো অন্ধকার
কেন ???
---- আরে এইডা সিনেমা হল, স্টেডিয়াম না !!!
দেইখ্খা পা ফেলিছ, এইহানে সিড়ি আছে !!!
বলার আগেই দুর্ঘটনা ঘটে গেলো, হোচট
খেয়ে ডাইরেক্ট কোন একটা মাংসের
স্তূপের উপর পড়লাম !
মেয়েলি কন্ঠে হুংকার--- ওই আন্ঢা,
চোখে কম ডেখেন ????
হলে ঢোকার সাথে সাথে এমন অপমান আমার
কাছে পুরাই অনাকাঙ্খিত ।
--- সরি আপু, অন্ধকারে সিড়ি লক্ষ
করি নি ।
--- শার্ট আপ...আপ..........আপ............আপ
অন্ধকার হলে সেই
প্রতিধ্বনি যে কি ভয়ঙ্কর,
কি করে বোঝাবো ???
---- আপনাডের মুতো সেলেডের
আমি চিনি না মুনে কচ্ছেন????
আপনাড়া ইচ্ছা করে মিয়েডেড় গায়ে ঝাম্প
মেড়ে বূলেন, শোড়ি ????
বাড়িটে মা-বুইন নাই ???
তখন নিজের চেয়ে বেশি রাগ হচ্ছিলো আমার
বন্ধুর উপর....কোনো যে গাধাটার রিকু
এক্সেপ্ট করলাম ???
ততক্ষনে ও দেখি হাত ধরে টানাটানি শুরু
করে দিয়েছে !
---- কি হলো, থাম থাম, পড়ে যাবো তো,
আস্তে !
টেনে আমাকে একটা সেফ জায়গায়
নিয়ে গেলো ।
ততক্ষনেও পরিস্থিতি ঠান্ডা হয় নি, সবাই
কেমন জানি, ড্যাব-ড্যাব করে চেয়ে আছে ।
যাই হোক ছবি শুরু ।
কিছুক্ষন দেখার পর...
কয়েক আবুল কোয়ালিটির গুন্ডা জোর
করে চাদা তুলছে গরিব দোকানদারের কাছে ।
---ওই বুড়া, যা আছে বাইর কর নাইলে কিন্তু
খবর আছে ।
--- না, দিমু না, দিমু না ।
আর যায় কোথায়,বেচারা কে বের
করে নিয়ে এসে থেরাপি দিবে, এমন সময়
কোথা থেকে উড়ে এসে নায়কের উদ্ভব ।
----ওই, চাচা রে ছাইড়াদে ।
---- ওই তুই কেডা ?
----ওই..... নাম আমার বাদশা,
বাড়ি হইলো পাংশা, অন্যায় রে মারি গুলি,
গরিব এর লগে করি কোলাকুলি !
----আ.... এতো বড় সাহস, ওই ধর সালারে...
তারপর আর কি????
ওইইইউআআআই বিসুআই....আই.....আই....
সেই প্রতিধ্বনি....
এইআআআআআআআ খচ...
কার ভেতর জানি একটা আস্ত বাশ
ঢুকে গেল !
আরেকটা বিষয় লক্ষ করলাম, প্রতি গুন্ডাই
মুখ পেতে Wait করছে কখন নায়ক
এসে একটা বসাবে ?
যাই হোক, অবস্থা বেগতিক
দেখে কে একজন পিস্তল বের করে...
---ঢিইইসিয়ায়ায়ায়া....
আমি ভাবলাম এই গেলো...
কিন্তু কোথায় কি???
নায়ক দেখছি বুলেটের সাথে গোল্লাছুট
খেলতে শুরু করল...
প্রতি বুলেট
কাটিয়ে উড়ে গিয়ে সোজা পিস্তল-ওয়ালার
ঘাড়ের উপর....
মাথা ধরতে শুরু করেছে....
চোখ বন্ধ করে ফেল্লাম।
না, কাজ হচ্ছে না !
ঘুষা-ঘুষির আওয়াজ অফ করতে পারছি না ।
---- চল দোস্ত উঠি ।
©somewhere in net ltd.