নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don’t focus on having a great blog. Focus on producing a blog that’s great for your readers.”As a blogger, everything that you do flows from understanding your audience and seeking to help them as much as possible.

Abir.AxJ

Abir.AxJ › বিস্তারিত পোস্টঃ

অভাগা চিঠি

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

প্রিয়তমা,

ভাবছি, আজকে আমি তোমাকে আমার

সবচেয়ে বড় চিঠি টি দেবো ।

শর্ত একটাই, চিঠিটি দেখেও না দেখার ভান

করতে পারবা না ।

আমি শুধু এটুকুই বোঝাতে চাচ্ছি, আমি আর

আগের মতো নেই ।

আমি আর তোমাকে ভালোবাসি না...

আমি আর তোমাদের ব্রেক-আপ এর জন্য

অপেক্ষা করি না ।

আমি চাই না এই তোমাকে ,

যাকে আমি ভালোবাসি। আমি চাই তাকে,

যে আমাকে ভালোবেসেছিলো, বন্ধু হিসেবে ।

আরে ধুর, আবার Emotional হয়ে পড়ছি ।

আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম যে আমি আর

drinks করি না ।

ভেবে দেখলাম পুরাই ফালতু

একটা কারনে নিজের জীবন শেষ

করে কি লাভ ?

যেমন দেখো, সেদিন মাঝ রাতে বার

থেকে বাড়ি ফিরেই

দেখি বাবা অগ্নিমূর্তি হয়ে রকিং চেয়ারে বসে আছে ।

আমার আর মদ এর মাখামাখি অবস্থা বাবার

ভালো লাগলো না ।

কষে মন মতো কিছুক্ষন চড়ালো তারপর

আর কি, মুখের উপর জামা-

ভর্তি একটি ব্যাগ ছুড়ে বলল, "এবার

বাড়ি ফিরে এলে আমার মরামুখ দেখবি "। এর

আগেও বের করে দিয়েছিলো কিন্তু

এবারটা বেশি সিরিয়াস মনে হলো, মাকেও

দেখছি না, যে বাবাকে বোঝাবে এবারের

মতো ছেড়ে দিতে।

তবে ওঘর থেকে কান্নার আওয়াজ

পাচ্ছিলাম ।

অগত্যা বেরিয়ে আসতে হলো ।

আসার সময় শুনলাম বাবাও কাদছেন ।

আজীব দুনিয়া ।

আরে তোমাকে মেসেজ

লেখা ফেলে যে উপন্যাস লিখতে বসলাম !!!!

যাই হোক, আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম,

আমি আর বাড়ি ফিরে যাবো না ।

আমি তোমার কাছে যাবো, এটা ছাড়া আমার

আর কোনো রাস্তা নাই ।

তুমি ভাববে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি।

জানিনা এ বিষয়ে আমিও Confused ।

সারমর্মে এটুকুই বলতে চাচ্ছি যে,

তুমি মহা নির্বোধ ।

কোনো এমন করলে ???

এখন দেখতে পাচ্ছ???- যার জন্য এমন

করলে সে আরেকজনের সাথে কেমন

সুখে আছে ???

কাদছ???

কেদে কি লাভ???

আজ তোমার কান্না কে দেখবে???

সারাজীবন চেয়েছিলে আমি যেন

তোমাকে আমার বন্ধুই ভাবি, আর কিছু না ।

ঠিক আছে, আমি আসছি তোমার কাছে বন্ধু

হয়ে ।

এই সেই ব্রিজ ।

যেখানে তোমার সাথে আমার প্রায়ই

দেখা হতো ।

মনে আছে? প্রতিবার এ ব্রিজেরই

উচ্চতা দেখে ভয়ে হাত চেপে ধরতে !

কে জানতো একদিন এ ব্রিজই তোমার

মরন এর কারন হয়ে দাড়াবে???

কে জানতো একদিন তোমার মত শান্ত,

সরলমনা একটি মেয়ে এ ব্রিজ থেকেই লাফ

দিবে?

শুধুমাত্র একটা লম্পট ছেলের জন্য

যে কিনা এতদিন ভালোবাসার

নামে তোমাকে ব্যবহার করল ।

আর আমি???

সারাজীবন তোমাকে ভালোবেসেও

তোমাকে নিয়ে স্বপ্ন দেখারও সাহস পাই

নি ।

তুমি চেয়েছিলে আমাকে শুধু বন্ধু হিসেবেই

দেখে যেতে ।

আমি আসছি বন্ধু...

.

.

.

.

.

কয়েক দিন পর...

------------------

{{{ তারপর থেকে এমন

কোনো ছেলে দেখা যায় নি,যে মদ্যপান

করে এ ব্রিজ এর উপর বসে কি যেন

বলতো ।

দেখা যায় নি এমন কোনো মেয়েও সারাদিন

হেসেও কাদতো ।

ওই লম্পট ছেলেটির খবর কেউ জানে না,

হয়ত বিয়ে করে সুখেই আছে ।

আর সেই বাবা-মা ???

এখনো আফসোস করে, " ইস...

যদি ছেলেটিকে না বের করে দিতাম ! "

এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে হাজারো জীবন,

সবই এই অবুঝ মন টার জন্য ।

ইস... মনটা যদি অবুঝ না হতো !

থাক, আর লিখতে পারছি না....









ইতি,

আমি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.