![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র সম্ভবনার দুয়ার তুমি খুলে দিয়েছ আমায়
দিয়েছ অনেক রঙিন দুনিয়ার সোনালী স্বপ্ন
সুন্দর ভবিষ্যত আমায় হাত ছানী দিয়ে ডাকে
হাজার সহস্র মাইল দূরে, সুন্দর পৃথিবীর তরে
আমার কাছে আছে উন্মুক্ত দোয়ার বিশ্বের প্রান্তরে তবু
আমি পারবনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছেড়ে যেতে
হাজার লক্ষ কোটি সম্পদ তুমি এনে দিতে পারবে
সুন্দর সোভামন্ডিত শান্তির জীবন হয়ত আসতে পারে
কিন্তু ভোরের মিষ্টি দোয়েলে ডাক আমি শুনব কি করে
প্রভাতের সূয্য আমার চোখ রাঙাবে কি এমনি করে
আমি সব সহ্য করতে পারব এই বাঙলার বুকে শুয়ে তবু
আমি পারবনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছেড়ে যেতে।
আহা! এই খানে, আমার চোখ জুড়ায় সবুজের ঘাসে
ফসলের রাঙা মাঠে এমন করে কোথাও কি কৃষক হাসে
বিকেলের মাঠে এমন করে কোথায় যুবারা খেলা করে
তারুণ্যের জয় গানে কোথায় এমন প্রাণ নেচে উঠে
কোথায় এমন দিগন্ত লাল করে সূয্য যায় ঘুম ঘরে
আমি সব ছেড়ে দিতে পারব এই বাঙলার তরে তবু
আমি পারবনা এই ছাপ্পান হাজার বর্গ মাইল ছেড়ে যেতে
©somewhere in net ltd.