![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখিরা করছে শোক আজ
ঘরে মাঠে খোলা ময়দানে বনে ও উদ্যানে
দলে দলে নিরীহ বৃক্ষকে সব হত্যা করা হচ্ছে বলে।
মানুষ নামের দ্বিপদ
হেটে বেড়াচ্ছে যত চারধারে
পাখিদের অভিসম্পাত আজ তাদের পরে!
মানুষ নামের মুনাফার কারিগর
দেয়নি আশ্রয় তাদের, বিলায়নি আহার কোনো
দিয়েছে যেমন নিম বকুল বাবলা বা বেল ফুল।
‘আন্দলনে কি যাব তবে?’,
একজন বিজ্ঞ কাক প্রশ্ন করে তার স্বজাতিকে,
‘মানুষের কোনো বর্জ্য ভক্ষণ করব না তবে আর!
আর কোনো আবর্জনা করব না সাফ
পরিশুদ্ধ আমাদের চঞ্চু দিয়ে’।
শালিকের দল বাহবা জানায় তাতে,
আশ্রয় তাদের ক্রমশ কমে আসছে বলে।
বলে তারা, করে দাও তবে উদাত্ত কন্ঠে
সব কিছুতে অসহযোগ ঘোষণা!
এক ঝাঁক বক
পারায়ে এসে দুষিত জলাভূমি
উপস্থাপন করে অভিজ্ঞতা তাদের,
নয় আর সন্ধি কোনো Ñ আমাদের জল স্থল
আকাশ বনানী কলুষিত করছে কারা?
মুনাফার কারিগর
মানুষ নামের দ্বিপদ।
তবে নয় সন্ধি আর, নয় কোনো সভা সমিতি
বৈঠক। শুধু বাকী এক দফা এক দাবী ঃ
ফিরে চাই সেই মাতৃ ধরণী
যেমন সে ছিল একদা
আমাদের পূর্ব পুরুষের কালে
মানুষের অ-সভ্যতা শুরু হবার আগে।
৮ জ্যৈষ্ঠ ১৪১৭
২২ মে ২০১০
২| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৫২
আবু সিদ বলেছেন: Thank u
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৮
পংবাড়ী বলেছেন: সুন্দর, ভালো ভাবনা