![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝুলে থাকা কুয়াশারা দুলছে নদীর গায়,
দেখবে তারা কফিনে তার শেষ পেরেকটা
কবে পোতা হয়!
মানুষেরা সব ভাগাভাগি করে নিচ্ছে
বনভূমি বন্যপ্রাণী ও জলাশয়।
ছিড়ে খুড়ে খুবলে খেয়ে যাচ্ছে তারা
নদীর শরীর বক্ষ ও প্রাণ Ñ
কণ্ঠে তাদের পিশাচ হৃদয় পৈশাচিক গান।
নাক মানুষের গন্ধে কাতর
কবে কোথায় মৃত বা অর্ধমৃত যে কোনো
নদী খুঁজে পায় Ñ লোলুপ তার চঞ্চু দিয়ে
গিলে খাবে সে ইতিহাসের সব নোঙরা ভাগাড়!
যে নদী সহস্র বর্ষ ধরে যুগিয়ে চলেছে জীবন
তোমার আমার আর ধরণী মাতার
তার চারপাশে বন্ধু কেবল কজন কাক
কতিপয় কচ্ছপ ও কাঁকড়ার দল Ñ
দুর্মর শত্রু তার হীন মনুষ্য হৃদয়।
চিন্তাময় মানব মনন ধারন না করেও
ধ্যান করে চলেছে নদীর এক কোনে
একাকী একটি বক Ñ
ভাবছে কি সে, ভ- তপস্বী তকে কে
বকের দল না মনুষ্য সমাজ?
৬ অগ্রহায়ণ ১৪১৮
২০ নভেম্বও ২০১১
©somewhere in net ltd.