![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বট ও অশ্বত্থ পাকুড় আজ করছে অনুতাপ
দিনভর, পুড়িয়ে দিচ্ছে আবাস তাদের ইটের পাঁজার
উত্তাপ। আম্র-কানন ধানক্ষেত আর পাটের আবাদ
সব যেন তুচ্ছ, অযথা কোনো তুড়ির আওয়াজ।
হচ্ছে কত শত প্রাণী উদ্ভিদ জীবন বরবাদ
মোটা মস্তক মানুষের আপদমস্তক মতলববাজ
অজস্র ফন্দিফিকিরে। জিকির তাদের অন্তর জুড়ে
কাড়ি কাড়ি টাকা মুনাফা আর ক্ষমতার অব্যর্থ রাজদ-টা।
‘ ইটের পাঁজার মতো ষ- ভ-টা ধরেছে টুটি চেপে
যেন পাষ- মানুষ একটা! খুন করে ফেলবে
চারদিকের তার শত উদ্ভিদ উর্বরা ক্ষেত কীট-পতঙ্গ
ও আগাছা। এ থেকে যেন বাঁচবেনা আগামী প্রজন্মও,
গিলে খাবে সে তরুণ মনের স্বপ্ন - যেমন খাচ্ছে
করে গলধঃকরন অজস্র শুভ্র চেতনার মরণ
বিভ্রান্ত মানুষের শিক্ষা ব্যবস্থাটা।’ বলে উঠল আজ
নিসঃঙ্গ বাবুই কয়টা, ‘গুটিয়ে নিই চলো আমাদের
শিল্প-সুন্দর বাসাটা - অচিরেই শক্ত ভিত্তির তাল গাছটা
নত তার করে মাথা দাউ দাউ উঠবে জ্বলে যেখানে
দহনে দহনে আমৃত্যু দগ্ধ অজস্র উদ্ভিদ জীবন আর
মানব-বিবেকের বালাইটা’।
১০ কার্তিক ১৪২০
২৫ অক্টোবর ২০১৩
©somewhere in net ltd.