![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছো সারথী দা’?
আমার যে ভালো লাগেনা কিছুই!
সেই কবে অন্ধকারের গাঢ় ¯্রােত দেখবো বলে
তোমার হাত ধরে বেরিয়ে পড়েছি অমাবশ্যার রাতে,
তখন থেকে আর কোনোদিন আমি ঠিক ভালো থাকিনি।
সে রাতে কেউ দেখেনি আমাদের
তবু কুন্দ পিসি বলেছিলো, মেয়েকে দেখে রাখিস ছন্দা! রাত-বিরেতে ভুত ভর করে মাথায়।
তোমার ভুত মাথায় নিয়ে
আটটি বছর পাড়ায় পাড়ায় ঘুরেছি আমি,
ফিরিয়ে দিয়েছি কতো স্বাবলম্বী সম্বন্ধ।
ভৈরবের ধারে একাকী বুনেছি কত স্বপ্ন!
তবু তো ফিরলে না তুমি।
সারথী দা! সবার সময়ই পেরিয়ে যায়,
জীবনও কেটে যায়
তবে কেউ কথা রাখে আর কেউ রাখেনা।
যাক সে কথা, বলো দেখি রং মাখা বউ তোমার কেমন হলো? নাকি আমারই মতো গায়ের রঙ
কালো তার? সেও কি ভালোবাসে গভীর গাঢ় অমাবশ্যা? নদীর ঘাটে পরীর দল যখন জ্যোৎ¯œায় নেচে যায়
সেও কি নাচে? তুমি দেখো সেই নাচ?
তার নাচ তুমি দেখো আর নাই দেখো
বলতো আমার কী এলো গেলো?
আমার সন্ধ্যা আসে আজও চড়–ই পাখির নাড়ানো খড়ের শব্দে। চোখের জ্যোতি কমে এলো
এই যা - ’ও ছেলেরা বাড়িতে যা দিকিন!’
চারদিকে বাচ্চা আর বুড়িদের ভিড়।
সারথী দা! এই আর কী -
চল্লিশেই বুড়িয়ে গেলাম - কবে আছি কী নেই!
এসোনা আরেকবার; আমার জীবনের শেষ অন্ধকারটাও দেখিয়ে দিয়ে যাও।
©somewhere in net ltd.