![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারব আমিও
হতে জোছনার মতো আলোকিত,
চলতে জোনাকীর মতো অন্ধাকারে পথ।
পারব আরও অনেকের মতো
হতে উৎকৃষ্ট কর্মী উত্তম নাগরিক।
নিন্দার সকল কলুষ
যা লেপন করে সমাজ -
পারব আমি তার সকল মেখে
করতে কর্ম চলতে পথ।
যতই বাঁধ, যতই কর বন্দী
নিশ্চয় কখনো না কখনো, কোন না কোন দিন
পারব আমিও-
সকল শিকল ছিন্ন করে
জাগব আমিও।
©somewhere in net ltd.