![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত দিয়ে লিখি নাম
তোমার ও আমার,
আমরা কখনো হই না নায়ক
হইনি কখনো নেতা বা অবিনশ্বর।
পুরনো রক্তে লেখা যত নাম
ধুয়ে যায় নতুন রক্তপাতে,
জীবনে বাঁচেনা যারা
বাঁচতে পারে যাতে মরার পরে!
তাদের মতো সত্ত্বা
বয়ে বেড়ায় আর যারা
তাদের কথা ভেবে করা ত্যাগ
ত্যাগ করে তাদের;
ছিনিয়ে নেয় সুদ সহ সব উপার্জন
দৃশ্যমান আর অদৃশ্য পরজীবীরা -
ঘুরছে এখানে ওখানে
সাপের কোটরে বা
মানুষের মাথার বিবরে।
আন্দোলনের আস্ফালন বৃথা সব,
ব্যর্থ করে দেয় বিলাস-ভোগীরা –
চির দিন পদদলিত ভুক্তভোগীরা!
©somewhere in net ltd.