![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যামণির আড়াল ছেড়ে
বেরিয়ে আসে কোন আলোকে -
দেশ তো নয়, দেশের ছায়া -
দেশটি কোথায়?
আলোর পরশ পাবে যদি
আজও কেনো ঘুম ভাঙেনি
দেশের আমার?
দেশটি কোথায়?
সাগর পারের বেলাভূমে
অনেক বছর দাঁড়িয়ে থেকে
আজ সে কেনো শিশুর মতো
একটু শুধু চলতে জানে?
হাঁটবে কবে মাথা উঁচু
জগত পারের পথে পথে,
নাম ছড়াবে অনেক ভাবে অনেক কাজে?
কবে হবে সেই জাগরণ!
যখন থেকে যাত্রা করে
বাংলাদেশ মাথা উঁচু
বিশ্বপারে এগিয়ে চলে।
©somewhere in net ltd.