![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম লেখাব আমিও
বাতিলের খাতায়।
কমে আসবে দৃষ্টি আমারও,
কমে যাবে স্মৃতি শ্রুতি
আর স্পর্শ-কাতরতাও।
দ্রুত চলা মানুষের ভিড়ে
শ্লথ হবে গতি আমার,
পড়ব আমি পিছিয়ে
অন্য অনেকের থেকে।
আরও অজস্র নতুন পাতায়
ভরে উঠবে চিরচেনা বৃক্ষগুলো,
পৃথিবীটাও যাবে ভরে
আরও অসংখ্য নতুন মুখে।
চলতে ফিরতে কম দেখব চোখে
পরিচিত প্রিয় বন্ধুর মুখ।
কেড়ে নেবে বয়স আমারও
আসর আড্ডা আলাপচারিতা ও
ভবিতব্যের সব ঠিকানা।
যদিও আজ নয়, কিন্তু নিশ্চিত জানি
বলবে মানুষ আমাকেও ঘরে বাইরে
সামনে ও পিছনে, বিরক্তি আর ব্যঙ্গের সুরে,
এই মিয়া, বহেন! এত কতা কন
কিল্লাই? রিটায়ার্ড করছেন না?
মিয়া, বাতিল মাল কুনহানকার!
খালি ফাউ ফাল পাড়েন।
২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ।
শুভকামনা অনেক
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
কলমের কালি শেষ বলেছেন:
ভাল লিখছেন ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮
আবু সিদ বলেছেন: আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯
টুম্পা মনি বলেছেন: মানুষ নশ্বর। তারা এমনিতেই বাতিল হয়ে যায়। চমৎকার লিখেছেন।