![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লেখক কে এবং ভালো লেখা কোনটা এ নিয়ে অনেক কথা হয় আমাদের বাংলাদেশে, এবং পৃথিবীর অন্যত্র। মানুষে মানুষে মতভেদ বা মতানৈক্যও হয়। এসব মতের ভেদ কখনও তর্কে রূপ নেয়, এবং সে তর্কের অবসানও হয়। যেমন স্থানটা যদি হয় মার্কিন যুক্তরাষ্ট্র তবে পত্রিকায় তর্কের সে বিষয়টা নিয়ে লেখালেখি হয়, এবং হতেই থাকে। প্রত্যেকে তার নিজের মতো করে যুক্তি পেশ করেন এবং অন্যপক্ষের যুক্তি খন্ডান। ব্যাপারটার নিষ্পত্তি হয় যখন সে বিষয়ে পারঙ্গম কোন লোক তার যুক্তিটা লেখেন। তার বক্তব্য অন্য সবাই চুপ করে শোনে এবং মেনে নেয় কারন সে-বিষয়ে তিনিই সব থেকে অভিজ্ঞ ও প্রাজ্ঞ।
আর ব্যাপারটা যদি হয় যেমন জমি নিয়ে বিতর্ক মারামারি হানাহানি তবে মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় আইন ও আদালত। মোটকথা মতের ঐক্যে পৌঁছতে হলে আমাদের মধ্যস্থাকারী (Arbitrator)-র শরণাপন্ন হতে হয়। কারন, আমার মতের এটা ঠিক তো আপনার মতে সেটা ঠিক। আমি হয়ত ভাবছি যে পথের কুকুরের পশ্চাদ্দেশে ক-ঘা বসালে অসুবিধা কী! আমি হয়ত বলছি, এসব জায়গা জমির পুরোটা আমার আর আপনার বক্তব্য ছল চাতুরী করে আমি সব গ্রাস করেছি। এরকম অবস্থায় দেশের বিধি মোতাবেক আমরা আদালতে যাই। আদালত যদি রায় দেন যে ভুলটা আমার তখন আমি তা মেনে নিই বা মেনে নিতে বাধ্য হই। কারন, আমরা সবাই বিশ্বাস করি আইন ও আদালতে। আমরা আশ্বস্ত যে সেখানে আমরা ন্যায় বিচার পাব। এছাড়া সালিশীর জন্য আমরা কখনো কখনো এমন কাউকে বেছে নিই যার ন্যায়পরায়নতায় আস্থা আছে আমাদের।
কিন্তু কে ভালো লেখক আর কোন লেখাটাই বা ভালো তা মেনে নিতে কার শরণাপন্ন হব আমরা? আমরা কি শরণ নেব কোন প্রাজ্ঞ জনের না কি বলব যে লেখা পড়তে ভালো তাই-ই ভালো লেখা, আর যে -লেখকের নাম বেশি তিনিই ভালো লেখক? যেহেতু বিষয়টা বস্তুগত নয় এবং বিষয়টা বিমূর্ত (abstract), অর্থাৎ তাকে কোন অবয়ব বা ফ্রেমে দাঁড় করানো যাচ্ছেনা, এক্ষেত্রে বুদ্ধিগতভাবে একটা সিদ্ধান্তে আসতে হবে। কোন লেখা ভালো সে বিষয়ে ঢালাওভাবে বলাটা সহজ নয়। আবার লেখাও নানান ধরনের, যেমন, সংবাদপত্রের লেখা, দেয়াল পত্রিকা লেখা, দলিল লেখা, পাঠ্যপুস্তক লেখা, সাহিত্যের বই লেখা ইত্যাদি। আবার যদি শুধু সাহিত্যের কথা বলি তাও নানান ধরনের; গল্প, কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদি। ছাপাখানার ব্যাপক সাফল্যের পর উপন্যাস লিখে তাদের জীবন কাটিয়েছেন সারা পৃথিবী জুড়ে অনেক অনেক মানুষ। এদের অনেকে তাদের বিজ্ঞতার কারণে নন্দিতও হয়েছেন।
যে যে বিষয় নিয়ে জীবদ্দশায় তাঁরা কাজ করেছেন তার অনেক কিছুতে তাদের স্থান ও বক্তব্য সবার কাছে গ্রহণীয় না হলেও মূল্যবান। জাঁ পল সার্ত (১৯০৫-১৯৮০) এমন একজন দার্শনিক ও লেখক যিনি সাহিত্যে তাঁর অবদানের জন্য নোবেল পদকের জন্য নির্বাচিত হন ১৯৬৪ সালে। ভালো ও মন্দ উপন্যাসের বিষয়ে তিনি বলছেন, The bad novel aims to please by faltering, whereas the good one is an enigence and and act of haith. (What is literature, 1947). অর্থাৎ, “মন্দ উপন্যাস অতি কথনের দ্বারা পাঠককে সন্তুষ্ট করতে চায়। অন্যদিকে, যে কোন উৎকৃষ্ট উপন্যাস হলো প্রয়োজনীয় ও প্রতিশ্রুতিময় কাজ।
আবার ভালো লেখকের প্রসঙ্গে ফাউলার (H.W Fowler) বলেন, Anyone who wishes to become a good writer should endeavour, before he allows himself to be tempted by the more showy qualities. to be direct, simple, brief uigorous and lucid’. (http://www.bantleby.com/116/)। ‘কেউ একজন ভালো লেখক হতে চাইলে আতœপ্রচারের বাসনা তাকে ত্যাগ করতে হবে। তাকে চেষ্টা করতে হবে খোলাখুলি, সরল বলিষ্ঠ, সহজবোধ্য এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ নয় এমন লেখা তৈরির।”
এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কোনটার অনুসরণ করা আমরা? অনুসন্ধান করবো ভালো লেখকের না ভালো লেখার? আবার একজন ভালো লেখকের সব লেখাই কি ভালো? বা, সব ভালো লেখাই কি কেবল ভালো লেখকদের? সৃষ্টি ও লেখনীর কোন পর্যায়ে একজন খারাপ লেখকের হাতও লিখতে পারে কোন ভালো লেখা। আবার একজন ভালো লেখকও লিখতে পারেন মানহীন লেখা। এ কারনে আমাদের অনুসন্ধান করতে হবে ভালো লেখার। আর যিনি অনেক সংখ্যক ভালো লেখা লিখেছেন তিনিই তো ভালো লেখক।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭
আবু সিদ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আশাকরি আপনার পরামর্শ কাজে আসবে।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
সুমন কর বলেছেন: ভাল একটা বিষয় নিয়ে লিখেছেন। ভাল লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৬
আবু সিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
অন্ধবিন্দু বলেছেন:
আবু সিদ,
লেখাটা ভালোই তো লাগছিলো। কম পড়ে গেলো।
শুভেচ্ছা।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২২
আবু সিদ বলেছেন: ধন্যবাদ । ভালো বলেছেন। এরকমটা আমারও মনে হয়েছিল যে আরেকটু বিস্তারিত হলে ভালো হতো।
এখানে বলাটা হয়ত প্রাসঙ্গিক হচ্ছে না, আপনার ’ডেথ সার্টিফিকেট’ অনন্য একটি কবিতা। আশাকরি, এরকম আরো লিখবেন।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
“মন্দ উপন্যাস অতি কথনের দ্বারা পাঠককে সন্তুষ্ট করতে চায়। অন্যদিকে, যে কোন উৎকৃষ্ট উপন্যাস হলো প্রয়োজনীয় ও প্রতিশ্রুতিময় কাজ।
আবার এমনও তো হয় খারাপ লিখতে লিখতে একজন ভালো লেখক হয়ে যান, যেমন করে অনেক ভালো ফলাফল করে বসে একজন খারাপ ছাত্র !
যাহোক ভালো বিষয়ের অবতারণা করেছেন, ভালোলাগা রইল !
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৪
আবু সিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
আবু সিদ বলেছেন: আপনার সাথে একমত যে, এমনও তো হয় খারাপ লিখতে লিখতে একজন ভালো লেখক হয়ে যান, যেমন করে অনেক ভালো ফলাফল করে বসে একজন খারাপ ছাত্র !
ধন্যবাদ ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
সকাল রয় বলেছেন:
বর্তমানে ঘুড়িয়ে শব্দ প্রয়োগ না করে কেউ লিখেই না। আসলে সাহিত্য কি সেটা অনেক মতের ব্যাপার স্যাপার____ সাহিত্যের আদলে তার চে কিছু লেখা সহজ।।।।
আমি সেরকম কিছু চেষ্টা করেছি তবে সেখানে কিছু সফলতা আছে। সরলকে আমি ভালোবাসি।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৮
আবু সিদ বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার বিষয়ে চমৎকার আলোচনা।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭
আবু সিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭
আবু শাকিল বলেছেন: ভাল লাগল আপনার ভাল লেখা,ভাল লেখক যুক্তি।
সুন্দর আলোচনা।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৫
আবু সিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: জুরুরী একটা বিষয়ে পোষ্ট দিয়েছেন । ধন্যবাদ ।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৫
আবু সিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট ও বিষয়বস্তু । ভালো লাগলো আলোচনা ।
ভালো থাকবেন আপনিও ।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯
আবু সিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৭
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভালো লাগলো।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০
আবু সিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
আলম দীপ্র বলেছেন: চমৎকার পোস্ট।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০
আবু সিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১
জেরিফ বলেছেন: বিস্তারিত চাই । চমৎকার লেখুনী ।
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
আবু সিদ বলেছেন: আপনার সাথে একমত। ধন্যবাদ।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৫
ওমার হক বলেছেন: সম্পাদক হিসেবে আপনাকে পেতে চাই।
আমন্ত্রণ রইল আমার আগাছা লেখা গুলোতে
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৭
আবু সিদ বলেছেন: প্রিয় ওমার, আপনার কথায় নিজেকে সম্মানিত মনে করছি। ধন্যবাদ। সম্পাদকীয় বিষয়ে আপনি আগ্রহী হলে অনুগ্রহ করে বিস্তারিত জানিয়ে মেইল করুন ([email protected])। এতে বিষয়টা নিয়ে আমি চিন্তা করার সুযোগ পাবো।
এক ফাকে আপনার লেখা অবশ্যই পড়ব।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
জুন বলেছেন: অর্থাৎ, “মন্দ উপন্যাস অতি কথনের দ্বারা পাঠককে সন্তুষ্ট করতে চায়। অন্যদিকে, যে কোন উৎকৃষ্ট উপন্যাস হলো প্রয়োজনীয় ও প্রতিশ্রুতিময় কাজ।
আমিও মনে প্রানে তাই বিশ্বাস করি।
অতিকথন সর্বত্র পরিত্যজ্য এমন কি গল্প কবিতায়ও। সংখেপে ত্যনাপেচানি :#>
সুন্দর একটি পোষ্ট এ
+
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪
আবু সিদ বলেছেন: ধন্যবাদ ।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪
অদৃশ্য বলেছেন:
বিষয়টা দারুন... তবে এসব নিয়ে মনে হয় বিতর্কেরও শেষ নেই...
শুভকামনা...
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
আবু সিদ বলেছেন: আপনার সাথে একমত। ধন্যবাদ।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমরা সাধারণ মলাট আর ব্র্যান্ডের দিকে বেশি আগ্রহী...... দেখে বুঝতে সুবিধা বেশি। লেখা তো পড়ার বিষয়!
মূল্যবান একটি লেখা। প্রতিটি কথায় আমি একমত।
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩
আবু সিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
মামুন রশিদ বলেছেন: সুন্দর আলোচনা । এই বিষয়ে আরো কয়েকটি পর্ব লিখতে পারেন ।