![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যদি নামে বসন্ত তোমার ওষ্ঠ অধর আলিঙ্গনে সুশোভিত কর জীবন। পু®প মুকুলের মতো সুহাসিনী (!) বিকশিত হও আনন্দে। হাসিতে হাসিতে অবাস্তব পরাভব পরাজয় সব দূরে ঠেলে আবির্ভূত হও সুন্দর। নব সাজে হও সজ্জিতা পু®প-থরোথর অশোক শিমুল পলাশের মতো। তোমার বক্ষে আজ প্রিয়তমা, নির্জনে জাগিয়ে তোলো মস্কোর ঘন্টা। তার সংকেত শীষে জাগ্রত কর আমার ঘুমন্ত সত্ত্বা। হয়ে ওঠ তুমি বিখ্যাত শহর সালজ্-বার্গ। ঘটাও জন্ম অজস্র মোজার্টের; হাজারো অপেরা অজস্র সিম্ফনী সুর আর অমর অর্কেস্ট্রার।
প্রিয় শীর্ষ! আজ যৌবনের এই ফুল্লবিকশিত মধুক্ষণে জীবনের পরতে পরতে যদি না জাগে তোমার আনন্দ-দ্যুতি, আগমন ঝঙ্কার আর সুরলহরী তবে এ যে রিক্ত বসন্ত! এ যে নিষ্প্রাণ ক্ষরা। সময়ের নিতান্ত হীন অপচয় এ। এই অপচয় হতে রাঙাও আমায় তোমার প্রণয় সুখ সঞ্চয়ের সকল রঙে।
প্রতিটি নিমেষ আজ এ জীবনের পরিণত কর প্রিয়ংবদা(!) তোমার সংস্পর্শ স্বার্থকতার মহেন্দ্রক্ষণে। এই মতো, অমরাবতী, যৌবন দিনের প্রতিটি পদবিক্ষেপ নিয়োজিত কর তোমার প্রিয়তা প্রাপ্তির মহামহিমায়। পরিশুদ্ধ কর আমায় তোমার প্রণয়-সুধা-সরোবরের অনন্য সাধনায় যেন আমাদের জীবন যুগল ধন্য হয়। পরম আর্শীবাদিত হয় এই মানবজন্ম প্রেম প্রাপ্তির অশেষ অমূল্যে।
©somewhere in net ltd.