![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেগে উঠি বিস্ময়ে অপার দ্রুত
চশমাটা আমার সংবেদনশীল নয় অত
ভেবেছিলাম আমি হতে সে পারত যত।
চারদিকে যত তাকাই দেখি যত
বস্তুলোককে দেখি শুধু -
মনের মাধুরীতে রঙীন হবে
নিকৃষ্ট বাস্তবতা আর কত?
কল্পলোক আর ধোঁয়াশা আবেগ
ভ্রমাত্মক সত্যকে রুখতে পারে না হায়!
চক্ষুবিহীন চশমার সক্ষমতা
ক্ষমতাবিহীন ভয়াল ব্যর্থতায় পুুড়ে মরে,
পড়ে থাকে নোঙরা শহরের
ব্যঙ্গাত্মক আবর্জনায়।
ডাক দিয়ে যায় দুর্গন্ধের ঢেউ
ছুটিয়ে নিয়ে হাজারো প্লাবন
চিন্তার দৈন্যে ঠাসা চমকপ্রদ সব
প্রকল্প কল্পের হাভাতে জীবন।
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
আবু সিদ বলেছেন: ধন্যবাদ, জেন রসি।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে।