![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুষ্পের মতো বিকশিত হও শিশু,
চারদিক সুবাসিত কর ফুলের মতো।
বড় হও তুমি বৃক্ষ তুল্য;
ফলে ফসলে বিভোর কর চারপাশ।
পত্র-ছায়ায় তোমার আশ্রয় দাও
পক্ষী পশু মানুষকে,
দ-ায়মান রও তুমি
ঝড় তুফান বৃষ্টি কালবৈশাখিতে।
নিজ জীবনের শেষ সময়টুকুও কর উপভোগ
মহিমান্বিত সব কর্ম দিয়ে।
সমস্ত জীবন দিয়ে
মানুষ তুমি বৃক্ষ হও -
তোমার কাষ্ঠ-শরীর হোক আসবাব
জ্বালানী জৈব-সার।
মানুষ, তুমি দিগন্ত-বিস্তারী উঁচু মাথা হও।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
আবু সিদ বলেছেন: ভালো লাাগার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো অনেক ।