![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সার্টিফিকেট কিনেছি আমি
লিভারপুলের থেকে;
বন্ধুরা সব হেসে কুটি কুটি,
বিলাতেই যদি গেলে তবে সার্টিফিকেটটা
তুমি কিনলে না কেন কেমব্রিজ থেকে?
সার্টিফিকেটের আর যোগ্যতা কী
জানার থেকে অজানাই যদি
আমার আস্থা জাগায় বেশি?
তার পরও তুমি গিয়ে দেখ হার্ভাড,
পি.এইচ.ডি. আর পোস্ট-ডক্টরেটের
পরেও আছে কিনা কোন ডিগ্রী -
খাবে কি করে যদি না করতে পার
সার্টিফিকেট তোমার শো-ডাউন অথবা বিক্রি?
জ্ঞান বস্তুটা আছে কোথায়,
বিশ্ববিদ্যালয়ে না কি বাস্তব জগতে?
প্রকৃতি হাতড়ে পেয়েছে সবাই
শত আবিষ্কার অমোঘ সত্যি!
প্রশ্ন করি আমি তাই নিজের কাছে,
’মূর্খ’ বলা কেন তবে
সার্টিফিকেট একটাও যদি না থাকে ভাঁড়ারে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
আবু সিদ বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
আবু সিদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯
নরহরি ঘোটক বলেছেন: ’মূর্খ’ বলা কেন তবে
সার্টিফিকেট একটাও যদি না থাকে ভাঁড়ারে?
খুব ভাল....