![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বৃষ্টি শেষের ¯িœগ্ধ রাতে
একজন মানুষ হেঁটে যাবে
যখন শান্ত এক প্রবাহ শীতল হাওয়া
জুড়িয়ে যাবে শহরের যাবতীয় উষ্ঞতা।
আজ ঝঞ্ঝা শেষে শত ঝরা পাতা
বিন্দু বিন্দু জলজ আয়নায় দেখবে তাদের
অন্তিম রূপ লাবণ্য সজ্জা
যে করেছে একদা নিরন্তর সাবলীল
বৃক্ষ-জীবনের অস্থি ও মজ্জা।
আজ ঘরে ফিরে যেতে যেতে
ক্লান্ত পথিক এক
শান্তির এক প্রশ^াস করে গ্রহণ
মাড়াবে ঘরের চৌকাঠ তার।
যদি প্রকৃতির প্রেমময় ছোঁয়া
না আসে সহসা আকস্মাৎ
কি করে কেউ করতে পারে
অকল্যাণকে কল্যাণে রূপান্তর?
নিজেকে মহিমান্বিত ভেবে ভেবে
যে মানুষ হেঁটেছে অনেক অনেক পথ,
নদী মরু পাহাড় ও বন পাড়ি দিতে দিতে
দেখেছে সে আবর্তনরত কত বিভিন্ন মতামত!
তার অনুভূতি গেছে বদলে অত
ঘুম থেকে জাগ্রত যে-কোনো সত্ত্বার মতো।
সেই পথিক এক
হেঁটে হেঁটে তার ফিরবে ঘরে
রাত বা আর তাতে বাড়বে কত?
পৌঁছে দেবে তাকে ঘরে
বর্ষণ শেষের প্রসাধনরত ধরিত্রী
অবগুণ্ঠন রহিত তার নিরন্তর
কান্না ও হাসির মতো।
©somewhere in net ltd.