![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
আচ্ছা দেশে এত্তগুলা রাজনৈতিক দল আর তাদের এত্ত এত্ত এত্ত গুলা নেতা.......কিন্তু তাদের মাঝে এমন কি কেউ নাই যে কিনা হুজুর ভাসানি'র মত দুই মহিলারে (ওয়েল আমার বাচ্চা বাচ্চা কাজিনদের ভাষায় 'গ্রান্ড মাদার'রা.....এরপরও যদি লাজ-লজ্জা বলে কিছু থাকে!) বলতে পারেন - 'খামোশ......অনেক হয়েছে'!!!........'এবার থামলে ভাল লাগে'!
.......মনে পড়ে ফর্কল্যান্ড যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৃটিশ পার্লামেন্ট যখন হেজিটেট করছিল তখন 'লেডি থ্যাচার' বলেছিলেন দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় এই সংসদের কোন একজন মাত্র 'পুরুষ' যদি পৃষ্ঠ প্রদর্শন না করে তা হবো আমি।।।
©somewhere in net ltd.