![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
পত্রিকান্তে জানলাম বাংলাদেশ ব্যাংক কতৃক প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে দেশে এখন 'কোটি টাকা'র উপরে আছে এমন ব্যাংক একাউন্ট এর সংখ্যা ৪৬ হাজার ১৩৫ টি এবং এই একাউন্ট গুলোতে যে পরিমান পয়সা-কড়ি আছে তা বাংলাদেশের টোটাল ব্যাংক আমানতের ৪৪%!
.....বিগত ৫ বছরেই কোটি পতির সংখ্যা বেড়েছে ২৩ হাজার জনেরও কিছু বেশী। স্বাধীনতার পরপর বাংলাদেশে (১৯৭২ এর হিসেব মতে) কোটিপতি ছিলেন ৫ জন.....১৯৮০ সালে ছিলেন ৯৮ জন আর এখন ৪৬ হাজার জনেরও বেশী......নাহ্ দেশটা আসলেই অনেক এগিয়েছে!!!!
অারো কিছু ছোটখাট হিসেব বের করার চেষ্টা করছিলাম; এই যেমন -
- বাকি ১৫ কোটি ৯৯ লক্ষ ৫৪ হাজার মানুষ (আসলেই কি?) যদি বাদবাকি ৫৬% ব্যাংক আমানতের মালিক হয় তাহলে পারহেড কত করে হয় এবং সেই ৪৪ সৌভাগ্যবানদের পারহেড কত হয়। এরপর চেষ্টা করছিলাম এই দুই গ্রুপের সম্পদের পার্থক্যটা কত মাইল হয় তা বের করার.....কিন্তু যে ফিগারটা পাওয়া যায় তা ধারন করতে ছোট মাথায় কেমন যেন হিজিবিজি হিজিবিজ লেগে যায়! অনেকটা একটি ১ মিলিমিটার পুরুত্বের কাগজকে ১০০ বার ভাজ করলে তার পুরুত্ব কত হয় তার মতো!!!!
.....অতি আগ্রহীরা দু'টো অংকই করে দেখতে পারেন!!!
©somewhere in net ltd.