![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
এতদিন জানতাম আংরেজরাই বেনিয়ার জাত.....ব্যবসা'টা ভাল বোঝে!
এখন তো দেখি বাঙালীও কম যায় না। .......বৈদেশীদের দেয়া মুক্তিযুদ্ধের সন্মাননা ক্রেস্ট এ স্বর্নের পরিমানে এদিক-সেদিক কৈরা কিছু লোকের ভালই ধান্ধা হৈছে। কিই বা আসে যায় দেশ-মাতৃকার মান-সম্মানে!!!
.......লাখো কন্ঠের চেতনার আড়ালে মৃদু কন্ঠের ছোট্ট প্রতিবাদ।।।
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪
ঢাকাবাসী বলেছেন: আরে নাহয় মারলই ভরিতে বারো আনা মানে একটা ক্রেস্টে চল্লিশ হাজার প্রফিট তা থেকে মন্ত্রী আমলা পরিদর্শককে ত্রিশ করে দিলে তাওতো দশটি হাজার টাকা প্রতিটিতে!!
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬
ভাইটামিন বদি বলেছেন: আফনে তে দিহি সন্দেহজনক চরিত্র!!!! ভাগ-বাটোয়ারার পুরা খতিয়ান দিলেন......মিলছে নিহি কিছু!
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: দুধে পানি মেশানো আর অসাধু দোকানীর দাম বাড়িয়ে রেখে ডিসকাউন্ট দেয়ার পাটিগণিত করা মানুষের কাছ থেকে এর চেয়ে আর কি আশা করেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০
এইচ. আর. হাবিব বলেছেন: চেতনা ব্যাবসায়ীরা তাদের চেতনার সাগরে সকলকে ভাসিয়ে দিয়ে এইসব ছোট খাট ব্যাবসা করতেই পারে। এতে অবাক হওয়ার কিছু নেই।
Don't mind মনের কষ্টে কথাটুকু বললাম।