![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
ভারতে মৌলবাদী একটি দল নির্বাচনে নিরংকুশভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার পথে। অভিনন্দন দলটি এবং দলটির প্রধান জনাব 'মোদি' কে।........ভারতীয় পাবলিক কাকে ক্ষমতায় বসাবে সেটা একান্তই তাদের নিজস্ব বিজনেস.......এ নিয়ে অামার কোন চুলকানী নাই।
....তবে সমস্যা হৈল অন্য জায়গায়!...এই বেটা প্রকাশ্য জনসভায় যেভাবে হাতে চুটকি বাজিয়ে ৪৭ এর পর ভারতে যাওয়া বাঙালদের চাট্টি-পাট্টি গুটাতে বললো (গতকালের খবরেও ফুটেজটি অাবার দেখলাম) তাতেই অামার যত অাপত্তি। অার মোদি'র এই বক্তব্য নিয়ে অামাদের 'চুচীল সমাজ' এর কারো কোন চুলকানী দেখলাম্না বা 'চেতনার' কোন 'জাগরন' কোথাও দেখা গেল না......দুতাবাস ঘেরাও জাতীয় ব্যাপার-স্যাপার তো বহুদুরঅস্ত। আরো মজার ব্যাপার হচ্ছে তাবৎ মিডিয়ারও এব্যাপারে কেন যেন বড্ড ঘুম-কাতুরে অবস্থান।
ভারতে ক্ষমতায় কে এল গেল সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যাথা নাই এজ লং এজ আমরা আমাদের পানির ন্যায্য হিস্যা পাই এবং আমাদের নিজস্ব ব্যাপারগুলোতে তাদের দাদাগিরির লম্বা নাক প্রবেশ না করে।
এবার একটি ভবিষ্যত চিত্র দেখি, ভারতের মহামান্য প্রধানমন্ত্রী হিসেবে মোদি বাংলাদেশ সফরে এসেছেন। উনার অাগমন উপলক্ষে নিশ্চয়ই রাষ্ট্রীয় ডিনার এর অায়োজন হবে আর সেই আয়োজনে অনেকের সাথে আমাদের অতি মুখচেনা 'অাশরাফ' গোত্রীয়, আধুনিক মনস্ক, ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী কিছু 'চুচীল সমাজ' নিশ্চয়ই দাওয়াত পাবেন। অামি খুবই অাগ্রহ নিয়ে অপেক্ষায় আছি অামাদের 'চুচীল সমাজ' গোড়া ধর্মান্ধ, হিন্দুত্ববাদী মোদি'র সন্মানে দেয়া সেই ডিনার পার্টি বর্জন করে কিনা। অথবা গেলেও তার সাথে হাত মেলাতে রিফিউজ করে কিনা.......নাকি গদগদ হয়ে তেলতেলে ভঙ্গীতে হাত মেলায়!!!
ক্লাস সিক্স-সেভেন এ যখন পড়ি তখনকার কথা, খুব আগ্রহ করে একটা 'কুকুরের বাচ্চা' পালতাম। বেশ গালভরা একটা নামও দিয়েছিলাম, 'টমি'। মাঝেমাঝে কোন কারনে মেজাজ খারাপ থাকলে এই 'টমি'কে পাছায় লাথি মেরে ভাগাতাম! অাবার কিছুক্ষন পরে মন-মেজাজ ভাল হলে 'টমিইইইই' বলে একটু আদর করে ডাকলেই কুঁইকুঁই করে কাছে এসে লেজ নাড়ত:-)
[ডিসক্লেইমার : 'টমি'র স্বভাব এর সাথে অন্য কিছুর বা কারোর কোন মিল খুজে পেলে তাহা একান্তই 'কাক এবং তাল' জাতীয় বলিয়া গন্য হইবে!!!]
১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৩২
ভাইটামিন বদি বলেছেন: ন্যায়-অন্যায় কৈয়া তো আর আমগো কিছু লাভ নাই......বাস্তবতা হৈল মোদিই আমাদের বৃহত্তম প্রতিবেশী'র প্রধানমন্ত্রী।।।।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
পংবাড়ী বলেছেন: বিজিপি কনগগ্রেস থেকে ভালো প্ল্যান নিয়ে মানুষের ভোট পেয়েছে; তবে, ক্রিমিনাল মোদীকে প্রধানমন্ত্রী বানানো অন্যায়।