![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
অামগো মনতীরি সাবের বিবাহ নিয়া যে পরিমান সোরগোল, অালোচনা-সমালোচনা, উচ্ছাস আর মিডিয়া কাভারেজ তা দেখে দু' দিন ধরে বিয়াপক ভাবে বিনোদিত। শরীয়ত অনুসারে ভদ্রলোক অন্যায় কিছুই করেন নাই......তারপরেও কথা থাকে। যাক বাদ দেই সেই সকল কথা মালা......।
তবে একখানা আনন্দ-উচ্ছল ছবি দেখিয়া এই নাদানের মনে খানিক খটকা লটকিয়া রইল!!!!
.....ছবিতে দেখা যায় আমাদের এক নারী নেত্রী, প্রগতীর ধারক-বাহক মাননীয় সংসদ সদস্যা মন্ত্রী মহোদয়কে অতিশয় আনন্দচিত্তে মিষ্টিমুখ করাইতেছেন।
.....বড় জানতে ইচ্ছে করে দেশের কোন হুজুর শ্রেনীর লোক যদি এই বয়সে বিবাহ করিত তাহা হৈলে এই নারী নেত্রী ও তদসংশ্লিষ্ট গং দের চিল্লাপাল্লার কারনে মিড়িয়ার অবস্থা কি হৈত???? বড় জানতে ইচ্ছে করে আমার বড় জানতে ইচ্ছে করে........!
*** (তবে তসলিমা আপায় দেখলাম মোটামুটি একহাত নিছে.....) ***
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
আরফহোস বলেছেন:
জানতে চাইয়া লাভ নাই বুইঝ্ঝা লন।