নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইস ম্যাকক্লাউড

নিজেকে blogger নয়, পাঠক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।

এইস ম্যাকক্লাউড › বিস্তারিত পোস্টঃ

একটি অশ্লীল পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করা প্রসঙ্গে

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

স্বপ্নের পথচারী নামক একজন ব্লগার প্রায় পৌনে একঘণ্টা আগে এই পোস্টটি সামুতে দেন। পোস্টটির অশ্লীলতা খুবই খারাপ মাত্রার। এ ধরণের পোস্ট সামুর মত একটি বাংলা কমিউনিটি ব্লগে একেবারেই অপ্রত্যাশিত কারণ, সামু আর যাই হোক চটির সাইট না। তাই সকল ব্লগারকে পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, তিনি ৭ মাসেরও কিছু বেশি সময় ধরে সামুতে ব্লগার। তার দুটি পোস্টই আজকের তারিখে দেয়া।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো এটা দেখে তাজ্যব, কমপ্লিন করে এলাম

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

এইস ম্যাকক্লাউড বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ফেক রুধির বলেছেন: আমি নিজেও তাজ্যব

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

এইস ম্যাকক্লাউড বলেছেন: হুমম, তাজ্যব হওয়ার মতই ব্যাপার।

৩| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: দয়া করে পোস্টটি এখনি রিমুভ করার জন্য যথাযথ কর্তপক্ষের কাছে বিনিত অনুরোধ করছি ।যদিও আমি পুরো পোস্টটি দেখিনি , তারপর ও এর শিরনাম দেখে খুব হতাশ হয়েছি । যেহেতু আমি নতুন তাই রিপোর্ট করার নিয়ম জানি না তাই রিপোর্ট করি নি বা করতে পারিনি ।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

এইস ম্যাকক্লাউড বলেছেন: আপনার এ মন্তব্যটা রিপোর্টের চেয়ে কোন অংশে কম নয় :)
যাই হোক, রিপোর্ট করতে হলে সংশ্লিষ্ট পোস্টের নিচে মন্তব্যের ঘরের উপরে ডানদিকে পতাকার মত একটি বাটনের ক্লিক করতে হবে।

happy blogging :)

৪| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

দিশেহারা আমি বলেছেন: দুঃখজনক !

সামুতে এই প্রথম চটি লেখা দেখলাম। :(
সামুতে এই বিভাগটাই বাকি ছিল।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

এইস ম্যাকক্লাউড বলেছেন: আসলেই :(

৫| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্ট রিপোর্টেড। আসলে ফুল টাইম ২৪/৭ মডারেশন কার্যকর না থাকলে এমন ঘটনা ঘটবেই। সাত মাস আগে ওপেন করা এই নিক আসলেই সন্দেহের উদ্রেক করে যে, এটা এই ধরণের কাজ করে সামুকে বিতর্কিত করার জন্যই করা। আমি মনে করি এখনো মডারেশনের কারো দৃষ্টিগোচর হয় নাই।

৬| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

এইস ম্যাকক্লাউড বলেছেন: অবশেষে পোস্টটা সরিয়ে নেয়া হলো :)

৭| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

ফেক রুধির বলেছেন: এইস ম্যাকক্লাউড বলেছেন: অবশেষে পোস্টটা সরিয়ে নেয়া হলো
যাক সামু একটা কাজের কাজ করেছ অবশেষে। (y)

৮| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মডারেশন প্যানেলকে, শুধু পোস্টটিই নয়, ঐ ব্লগ নিকটি স্থগিত/বাতিল করা হয়েছে। এরপর থেকে আরেকটু সতর্ক থাকা উচিত যেন এমন পোস্ট কখনই কেউ পাব্লিশ করার সাহস না পায়, আর করলেও তাৎক্ষণিকভাবে তা ব্যান করে দেয়া হয় কোন পঠিত হওয়ার আগে।

প্রিয় সামু এগিয়া যাক, হ্যাপি ব্লগিং।

৯| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিনা শর্তে লেখক পোস্টটি সরিয়ে নিয়েছেন।

১০| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫৯

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ধন্যবাদ এভাবে প্রতিপোস্ট দিয়ে সবাইকে জানানোর জন্য।
ব্লগিং হোক নোংরামী মুক্ত।

১১| ৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে এই দৃষ্টি আকর্ষন করার জন্য। এই পোস্টটি চোখে পড়ামাত্র আমরা সংশ্লিষ্ট পোস্ট এবং পোস্টদাতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

সামহোয়্যারইন ব্লগ একটি পোস্ট মডারেশন ব্লগ। তাই প্রথম পাতায় লেখা প্রকাশের অনুমুতি প্রাপ্ত একজন লেখক কি লিখবেন, এটা দায়িত্ববোধ, রুচি ও মেধার উপরে ছেড়ে দিয়েছি আমরা। আমরা বিশ্বাস করি, যারা এখানে লিখবেন, মত প্রকাশ করবেন তারা সবাই সুস্থ চিন্তার মানুষ।

কিন্তু যখনই কেউ তার প্রাপ্ত সুবিধার অন্যায় ও অসুস্থ প্রয়োগ ঘটাবেন, তখনই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।

১২| ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:১৯

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ধন্যবাদ মডারেটকে পোসটটি সরিয়ে ভাল কাজ করার জন্য ।

১৩| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:২৬

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.