![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি ডঃ পিনাকী ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির কথা শুনেছেন বা বইটি কিনবেন কিনা এই নিয়ে দোটানায় আছেন?
এই প্রথম কোন বই পড়ার পর আমি তার বুক রিভিউ লেখার সাহস পেলাম। কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশ লিখতে গিয়ে ডাঃ পিনাকী ভট্টাচার্য্য যে বইগুলো থেকে রেফারেন্স দিয়েছেন, তার বেশিরভাগই গত দুইবছরে আমি একাধিক বার পড়েছি।
আপনি যদি জানতে চান স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির মুল বিষয়বস্তু কি এবং ইতিহাসের দলিল হিসেবে এটি কতটুকু নির্ভরযোগ্য তাহলে পুরো লেখাটি পড়ুন, অথবা ইউটিউবে সাবটাইটেল অন করে ভিডিও দেখুন
স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির বিষয়বস্তু
স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির সময়কাল ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর থেকে শুরু করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত। তার মানে হচ্ছে এটি বাংলাদেশে শেখ মুজিবের শাসনামল এর ইতিহাসনামা।
যারা ফেসবুকে ডাঃ পিনাকী ভট্টাচার্যকে ফলো করেন তারা নিশ্চয়ই তার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা সম্পর্কে জানেন। শেখ মুজিব সরকারের আমলে কি ঘটেছে তা তুলে ধরার পাশাপাশি কেন ঘটেছে তা সম্পর্কে পিনাকী ভট্টাচার্যের বিশ্লেষণ হচ্ছে এই বই এর মূল আকর্ষণ।
৪৫৯ পৃষ্ঠার এই বইটি ২২ টি অধ্যায়ে ভাগ করা। প্রতিটি অধ্যায়েই ঘটনার সাথে রিলেটেড পিকচার যোগ করায় এই বই আপনাকে ইতিহাসের সাথে ভিজুয়ালি কানেক্ট করতে হেল্প করবে।
শেখ মুজিব সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়েই বেশি অভিযোগ শোনা যায় তাই হয়ত আপনি সরাসরি সপ্তম অধ্যায়ে চলে যেতে চাইবেন, তবে আমি বলব তার আগেরগুলোও পড়ুন। তাহলে জানতে পারবেন যুদ্ধের ঠিক পরে আমাদের অর্থনৈতিক, প্রশাসনিক, এবং সামাজিক মুল্যবোধ কেমন ছিল। শেখ মুজিব প্রশাসক হিসেবে কতটুকু সফল বা ব্যর্থ তা যাচাইয়ের আগে আপনাকে সেই সময়ের প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নিতে হবে।
ফারাক্কা বাঁধ ও শান্তিবাহিনীর সুত্রপাত
স্বাধীনতার ৫০ বছর পরেও আমাদের দুটি প্রধান সমস্যার একটি হচ্ছে ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পানিশুন্যতা ও লবণাক্ততার বৃদ্ধি, যার ফলে প্রায় চার কোটি মানুষের জীবন ও জীবকার পথে বাধা সৃষ্টি হয়েছে। আর আরেকটি প্রধান সমস্যা হচ্ছে পার্বত্য চট্রগ্রামে পাহাড়ি বাংগালি বিরোধ।
ডাঃ পিনাকী ভট্টাচার্য প্রমাণ সহ লিখেছেন কীভাবে এ দুটি সমস্যার সুত্রপাত ঘটেছিল শেখ মুজিব সরকারের আমলেই। আর কোনও বইতে এই বিষয়ে এত বিস্তারিত লেখা পাইনি।
বাকশাল
বাকশাল নিয়ে অনেক চেঁচামেচি শুনলেও সেই সময় নিয়ে গোছানো লেখা পাওয়া মুশকিল। ডাঃ পিনাকী ভট্টাচার্য সেই অভাবও পুরণ করেছেন।
তিনি লিখেছেন কোন পরিস্থিতিতে আর কি উদ্দেশ্যে শেখ মুজিব বাকশাল কায়েম করেন, কিভাবে গণতন্ত্র ছুড়ে ফেলে একদলীয় শাসন কায়েম করেন, আর কীভাবে ভয়ভীতি দেখিয়ে সবাইকে তা মেনে নিতে বা চুপ থাকতে বাধ্য করেন।
এই বই পড়ার পর বাকশাল নিয়ে কেউ আপনার সাথে তর্কে পেরে উঠবে না। এটা আমার পারসোনাল গ্যারান্টি।
স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর শেষ অংশে জানতে পারবেন কেন আর কীভাবে সেনাবাহিনীতে অসন্তোষ সৃষ্টি হয় এবং সেনা বিদ্রোহে শেখ মুজিব সপরিবারে নিহত হন।
এই পর্যায়ে আপনার মনে হতে পারে সেনাবিদ্রোহই শেখ মুজিবর রহমান পতনের মূল কারণ। কিন্তু আমি এই ন্যারেটিভে একমত নই।
ইতিহাসের অন্যান্য বইতে দেখা যায় ঐ সময়ে জাসদ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকার পতনের প্ল্যান করছিল। আওয়ামীলীগের মধ্যেও কথা চলছিল অনাস্থা ভোট বা এরকম কোন সাংবিধানিক উপায়ে শেখ মুজিবকে ইমপিচ করা যায় কিনা। অর্থাৎ ঐ সময়ে তার নিজের দল, বিরোধী দল, এবং সেনাবাহিনী, সবাই শেখ মুজিবের পতন চাচ্ছিলেন। এই কারণে শুধু সেনা অসন্তোষের বিষয়টা জোর দিয়ে বলা মনে হয় ঠিক না।
এইবার আসি বইটি সম্পর্কে রেটিং এ
আমার মতে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে ডাঃ পিনাকী ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রেটিং দশ এর মধ্যে আট।
দশ এ দশ দিতে পারছিনা কারণ আমার কাছে মনে হয়েছে জাসদের উপর অত্যাচার, এবং সেনা অসন্তোষ গড়ে ওঠার পেছনের ঘটনাগুলো তিনি কিছুটা কাটছাঁট করে লিখেছেন। সেনা বিদ্রোহ ছাড়াও আরো অনেক উপায়ে যে শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছিল সেগুলোও হাইলাইট হয়নি।
নিরপেক্ষতার ক্ষেত্রে বইটি সম্পর্কে আমার রেটিং ১০/১০
আমার ধারণা তিনি পক্ষপাতযুক্ত নন এটা প্রমাণের জন্যই পিনাকী ভট্টাচার্য ঐ সময়ের দুঃশাসনের কথা কিছুটা কমিয়ে লিখেছেন। শেখ কামাল সম্পর্কে ঐ সময়ে অনেক গুজব ছিল। কিন্তু ডাঃ পিনাকী সেসব গুজবের পালে হাওয়া দেননি। মুক্তিযুদ্ধের সময়ে এবং বিশেষ করে বুদ্ধিজীবি হত্যায় জামায়াত সরাসরি যুক্ত থাকার কথা কথা পরিষ্কার করে লিখেছেন। এছাড়া পুরো বইতে জিয়াউর রহমানের প্রশংসা করে একটা লাইনও লেখেন নি।
স্টোরিটেলিং এর ক্ষেত্রে বইটি সম্পর্কে আমার রেটিং ১০/১০
শুরুতেই বলেছি অসাধারণ বিশ্লেষণ আর রিলেটেড পিকচার যোগ করায় এই বই খুব সহজে পাঠকের সাথে কানেকশন তৈরী করে ফেলে। তাই এখানেও দশ এ দশ দিচ্ছি।
আমার মতে এই বইয়ের ওভারল রেটি দশ এ নয়
এবার আসি এই বইটি কাদের পড়া উচিত।
আপনি যদি বর্তমান সময়ের একজন পলিটিকাল কিংবা হিউমান রাইটস একটিভিস্ট হন, জার্নালিস্ট হন, অথবা একজন সচেতন নাগরিক হন এবং আপনি শেখ মুজিব এর শাসনআমল সম্পর্কে কংক্রিট নলেজ অর্জন করতে চান, তাহলে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটি আপনার জন্যই লেখা।
এবার চলে আসি বইটা কোথায় পাবেন।
আমি এমাজন ইউকে থেকে Twenty Pounds দিয়ে কিনেছি। বাংলাদেশে এই বইয়ের পাবলিশার হরপ্পার ফেসবুক পেজ থেকে কিনতে পারবেন এক হাজার টাকায়।
স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই এর প্রকাশক হরপ্পা এর ফেসবুক পেইজ লিঙ্ক
স্টুডেন্ট এবং এন্ট্রি লেভেল জব এ যারা আছেন তাদের পক্ষে এই করোনা মহামারীর সময়ে এক হাজার টাকা খরচ করার মত অবস্থা নাও থাকতে পারে।
সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কয়েকজন বন্ধু মিলে শেয়ার করে বইটা কিনুন। পাঁচজন মিলে কিনলে একেকজনের মাত্র ২০০ টাকা খরচ হবে।
ভিডিও ডেস্ক্রিপশন এ আমি আমাজন এবং হরপ্পা এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখান বইটি কিনুন, পড়ুন, এবং পড়া শেষ হলে আপনার ফ্রেন্ডসার্কেলে যারা কিনতে পারেনি তাদের কে পড়তে দিন।
আজকের মত বিদায় নিচ্ছি আমি অ্যাডাম নট্রিয়েল, মুখ খুলতেই মুখোশ পড়েছি। খোদা হাফিজ।
২০ শে মে, ২০২১ দুপুর ২:০০
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: কি হেল্প চাচ্ছেন ক্লিয়ার করুন। বাংলাদেশে অনলাইনে কেনার জন্য হরপ্পা এর ফেসবুক পেজ এর লিঙ্ক দিয়েছি, ওখানে ইনবক্স করে অর্ডার দিন।
২| ২০ শে মে, ২০২১ দুপুর ২:৩৩
আমি সাজিদ বলেছেন: ব্লগে স্বাগতম পিণাকি জেঠু
২০ শে মে, ২০২১ বিকাল ৩:০৫
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: আমি পিনাকী ভট্টাচার্য্য না।
৩| ২০ শে মে, ২০২১ বিকাল ৩:০৮
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: কেউ একজন মন্তব্য করেছিলেন বই এর দাম বেশি। উত্তর দিতে গিয়ে ভুলে ক্রস ক্লিক পড়ায় মন্তব্য ডিলিট হয়ে গেছে। তার জন্য দুঃখিত। দাম এর বিষয়ে আমার মত বলছি। এই বইতে ডাঃ পিনাকী যা লিখেছেন, সেই বিষয়বস্তু, অর্থাৎ শেখ মুজিব এর শাসনকাল নিয়ে প্রশ্ন তোলার রাস্তা আইন করে বন্ধ করে দেয়া হয়েছে। অতএব এই বই এর দাম পাতা গুণে বলা ঠিক না। দ্বিতীয়ত, বইটি দেশে ছাপতে বাধা দেয়ায় বিদেশে ছেপে দাম বেড়ে গেছে। যাই হোক, কয়েকজন বন্ধু মিলে শেয়ার করে কিনলে বইটার দাম নাগালের মধ্যেই। ছোট বেলায় কি বই শেয়ার করে পড়েন নি? তাহলে এখন বাধা কোথায়? আশা করি উত্তর পেয়েছেন।
৪| ২০ শে মে, ২০২১ বিকাল ৩:৩৫
অপু তানভীর বলেছেন: স্বাধীনতা পরবর্তি ইতিহাস নিয়ে আমার বিশেষ আগ্রহ রয়েছে । ঐ সময় নিয়ে লেখা বেশ কিছু বই আমার কাছে রয়েছে । বেশ কিছু পড়া আছে । এখনও কিছু পড়া চলছে । বর্তমানে ঐ সময়ে নিয়ে লেখা বি জেড খশরুর বাংলাদেশে মিলিটারি ক্যু বইটা পড়ছি ।
পিনাকী সাহবের এই বইটাও পড়ার বেশ আগ্রহ ছিল । কিন্তু এই বইটার এতো দাম ! তার উপরে আবার বইটা এই দেশে ঠিক সহজলভ্য না । আমি যেসব অনলাইন শপ থেকে বই গুলো কিনি সেখানে বইটা নেই।
সামনে কোন সময়ে হয়তো পড়তে পারবো !
২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: কয়েকজন বন্ধু মিলে শেয়ারে বই কিনতে পারেন। তাহলে দাম গায়ে লাগবে না। পাবলিশার এর ফেসবুক পেজে ইনবক্স করেন।
৫| ২০ শে মে, ২০২১ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
বাদামের ঠোংগা বানানোর কাজে লাগবে।
৬| ২০ শে মে, ২০২১ বিকাল ৪:১৩
নেওয়াজ আলি বলেছেন: আপনি পিনাকি ভক্ত। তবে আজ আগুন জ্বলবে এই পোষ্টে
২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৭
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: পিনাকী ভট্টাচার্য্যের বিশ্লেষণ ক্ষমতার ভক্ত বলতে পারেন। সরাসরি তার ভক্ত না। কারণ তার সাথে আমার মত পার্থক্যের জায়গা অনেক।
৭| ২০ শে মে, ২০২১ বিকাল ৪:২৬
জোবাইর বলেছেন: ব্লগে অনেকে দুই বছর লেখালেখি করেও প্রথম পাতায় লেখা আসে না, আর আপনি দুই সপ্তাহে দুটি পোস্ট লিখেই প্রথম পেজে প্রবেশাধিকার পেলেন কীভাবে? মডারেটরের ভুল নাকি বিশেষ কোনো ব্যবস্থায় !
স্বাধীনতা পরবর্তী ইতিহাস বাংলাদেশে কি এর আগে কেউ লিখেনি! ব্লগে লেখালেখির শুরুতেই পেসবুকের ভাঁড় পিনাকী ভট্টাচার্যের বিজ্ঞাপণ নিয়ে নেমে গেলেন !
২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: প্রথম প্যারা এর উত্তরঃ
আমার দুইটা লেখা পড়েছেন পুরোপুরি? এগুলা হঠাত মাথায় এলো লিখলাম টাইপের লেখা না। অনেক সময় নিয়ে, রিসার্চ করে লেখা।
দ্বিতীয় প্যারা এর উত্তরঃ
গত ১৩ বছর ধরে আইন করে শেখ মুজিবের শাসনামল নিয়ে কথা বলা বন্ধ করা হয়েছে। এখন কি চাচ্ছেন যে ১৯৮০ সালের লেখা বই নিয়ে রিভিউ করব? ফেসবুকের ভাঁড় আসলে কারা সেটা তাদের সিরিয়াস (!) পোস্টে হাহা কমেন্ট গুনলেই চেনা যায় কিন্তু!
৮| ২০ শে মে, ২০২১ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: পিনাকী নিরপেক্ষ মানুষ না।
২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৯
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: ফেরেশতা ছাড়া কেউ নিরপেক্ষ না।
৯| ২০ শে মে, ২০২১ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
বইয়ের পাতা নরম হলে বাথরুমে কাজ লাগতে পারে।
১০| ২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১১
কামাল১৮ বলেছেন: সবার বই পড়া দরকার।শয়তানের পরিকল্পনা জানার জন্য শয়তানের বই পড়তে হবে।আপনি ধারাবাহিক বইটি ব্লগে লিখুন।
১১| ২০ শে মে, ২০২১ রাত ৮:০৮
জগতারন বলেছেন:
আপনি পিনাকি'র প্রতিনিধি বা ছদ্মনামে পিনাকি' নাতো ?
স্বাধীনিতা যুদ্ধ আমি দেখেছি, সে সময়ের অনেক কিছু আমার দেখা ও জানা আছে।
আমার মতো অনেক পাঠক পাঠীকা এখানে বিচারন করেন
আমার মনে হয় না আপনা্র পিনাকি বিজ্ঞাপন বা এ সমস্ত এজেন্ডা এখানে বেশী কার্জকর হবে।
১২| ২০ শে মে, ২০২১ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: পিনাকি কি কখনও সামুতে ব্লগিং করেছেন?
১৩| ২১ শে মে, ২০২১ সকাল ৮:৫৯
অ্যাডাম নট্রিয়েল বলেছেন: কাল যদি শেখ মুজিবের অসমাপ্ত আত্ন জীবনীর রিভিউ লিখি তাহলে আমাকে শেখ মুজিব এর এজেন্ট ভাববেন
স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনি যা জানেন তা আপনি লিখেন। আমি যা জানি তা আমি লিখব। পাঠক পড়ে বিচার করবে কোনটা সঠিক।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২১ দুপুর ১:৪০
শাহ আজিজ বলেছেন: আমি চাইছি কিন্তু উপায় নেই হাতে পাবার । আমাকে সাদা চুলে বেড়াল কোলে ফেসবুকে পাবেন , জাস্ট হেল্প মি ---------