নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আড্ডা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

আড্ডাবাজ

আড্ডাবাজ › বিস্তারিত পোস্টঃ

রবি ঠাকুরের কবিতা: মুর্শেদের অনুরোধে

১০ ই মে, ২০০৭ সকাল ৮:৪৫

একদিন রাতে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

==============

একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু-

"চেয়ে দেখো" "চেয়ে দেখো" বলে যেন বিনু।

চেয়ে দেখি, ঠোকাঠুকি বরগা-কড়িতে,

কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে।

ইঁটে-গড়া গন্ডার বাড়িগুলো সোজা

চলিয়াছে, দুদ্দাড় জানালা-দরোজা।

রাস্তা চলেছে যত অজগর সাপ,

পিঠে তার ট্রামগাড়ি পড়ে ধুপধাপ।

দোকান বাজার সব নামে আর উঠে,

ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে।

হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে,

হ্যারিসন রোড চলে তার পিছে পিছে।

মনুমেন্টের দোল, যেন খ্যাপা হাতি

শূন্যে দুলায়ে শুঁড় উঠিয়াছে মাতি।

আমাদের ইসকুলে ছোটে হন্ হন্,

অঙ্কের বই ছোটে, ছোটে ব্যাকরণ।

ম্যাপগুলো দেয়ালেতে করে ছট্‌ফট্,

পাখি যেন মারিতেছে পাখার ঝাপট।

ঘন্টা কেবলি দোলে, ঢঙ ঢঙ বাজে-

যত কেন বেলা হোক তুব থামে না যে।

লক্ষ লক্ষ লোক বলে, "থামো থামো,

কোথা হতে কোথা যাবে, একি পাগলামো!"

কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে;

নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে।

আমি মনে মনে ভাবি, চিন্তা তো নাই,

কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই।

দিল্লী লাহোরে যাক, যাক না আগরা-

মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা।

কিম্বা সে যদি আজ বিলাতেই ছোটে

ইংরেজ হবে সবে বুট-হ্যাট-কোটে।

কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই-

দেখি, কলিকাতা আছে কলিকাতাতেই।

=================

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০০৭ সকাল ৯:০৭

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রবাসী ছেলেমেয়েগুলোকে বাঙ্গালী করতে মা-বাবার এই প্রচেষ্টার সাথে শামিল হবার জন্য আপনাকে শুকরিয়া।

২| ১০ ই মে, ২০০৭ সকাল ৯:০৯

এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: এই সাথে মাথায় ঘুরছে এই সমস্ত ক্লাসিকের একটা ওয়েবসাইট খুললে কেমন হয়?

৩| ১০ ই মে, ২০০৭ সকাল ৯:২৬

মানিক বলেছেন: ভাল আইডিয়া। আমি হোষ্টিং প্রোভাইড করতে পারি। ভালো থাকুন।

৪| ১০ ই মে, ২০০৭ সকাল ১০:৩৭

জ্বিনের বাদশা বলেছেন: ভাই, ঐ দিনের জন্মদিনের কবিতার তথ্যের জন্য ধন্যবাদ। আমি আসলে চাচ্ছিলাম কাউকে জন্মদিনে উইশ করা যায় এমন কবিতা ... থাকলে একদম পোস্ট হিসেবে তুলেই দিয়েন ... কৃতজ্ঞ থাকব

৫| ১০ ই মে, ২০০৭ রাত ৮:৩৬

সুমেরু বলেছেন: ভাল লিখেছেন।
৫ দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.