নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবৈধ/অপ্রদর্শিত/কালোটাকার মালিকদের জন্য অর্থমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার প্রবাসীর পাঠানো টাকার উপর কর আরোপ করার সিদ্ধান্ত।
রাষ্ট্রের প্রতি যদি সত্যিই দায়বদ্ধতা থাকে তবে তার উচিত হবে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর চার্জ ফ্রি করা এবং বছরে দুইলাখ পঞ্চাশ হাজার বা তার বেশী টাকা পাঠালে ২.৫% নগদ প্রনোদনার প্রদান করা।
যত টাকা প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠায় তার চেয়ে বেশী টাকা অব্যাংকিং চ্যানেলে প্রবাসীর পরিবারের কাছে পৌছায়। রেট বেশী পাওয়া যায় আর ঝামেলা কম তাতে। টাকা পাঠাতে ব্যাংকে যেতে হয় না আবার আনতেও ব্যাংকে যেতে হয় না। তবে দেশ মুল্যবান রেমিটেন্স/ডলার থেকে বঞ্চিত হয়। ডলারের চাহিদা বাড়ে।টাকার অবমুল্যায়ন তরান্বিত হয়।সাথে সকল আমদানী পন্যের দাম বাড়ে।
ব্যাংকিং চ্যানেলে ২.৫ লাখ টাকা রেমিটেন্সে পাঠালে তা ডলার আকারে আসে। সেই ডলারের বিপরীতে(রির্জাভ) দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নতুন নোট ছাপাতে পারে বাংলাদেশ ব্যাংক।
এক্ষেত্রে ২.৫% নগদ প্রনোদনায় খরচ হবে ৬,২৫০ টাকা। বাকী ২,৪৩,৭৫০/= টাকা রাষ্ট্রের লাভ। আবার একজন তৈরী পোশাক রপ্তানীকারক তার ব্যাংকের মাধ্যমে ঐ ডলার নিয়ে জাপান থেকে শার্ট বানানোর কাপড় কিনতেও পারবে।
ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে রাষ্ট্রের পুরো টাকাই লাভ প্রক্ষান্তরে অব্যাংকিং চ্যানেলে পাঠালে অবৈধ/অপ্রদর্শিত/কালোটাকা হাত বদলের কারনে পুরোটাই লস।
অর্থমন্ত্রী তো কতজনকেই নয় ছয় করার সুযোগ করে দিয়েছেন এবার যদি অবৈধ/অপ্রদর্শিত/কালোটাকার মালিকদের ব্যাংকিং চ্যানেল না ছুয়ে কানাডায়/আমেরিকায়/মালয়শিয়ায় আরো কয়েকটা সুলতানা পড়া তৈরীর একটা সুয়োগ করে দিতে চান তবে তার সিদ্ধান্ত সঠিক।
২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪
প্রথমকথা বলেছেন: সুন্দর চিন্তা ভাবনা, আপনার মত ভাবলে দেশ অনেকটা এগিয়ে যেতো।
৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: সাংবাদিক : বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি?
বুদ্ধিজীবী : হৃদয়ে ব্রাজিল সমর্থনে আর্জেন্টিনা।
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
আঁধার রাত বলেছেন: জার্মান।
৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: সহমত।
৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
শাহাদাত নিরব বলেছেন: প্রবাসীর রেমিটেঞ্চের উপর কর বসালে এতে প্রবাসী রা হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠাতে উৎসাহী হবে। এতে সরকার কতটুকু লাভোবান হবে আমি জানি না ।
সুন্দর করে বুঝিয়ে লিখেছেন .।.।।। ধন্যবাদ
৬| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩
কাইকর বলেছেন: সুন্দর ভাবনা
৭| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭
টারজান০০০০৭ বলেছেন: হাটে সকলের শেষে প্রবাসীদের তেলের শিশি ভাঙিতেছে ইহাই সৌভাগ্য! কয়দিন পর রিক্সাওয়ালারাও বাদ যাইবে না !
ব্যাংকে আসিলে দেশের লাভ ,হুন্ডিতে আসিলে ব্যাংকার ,আমলা ,নেতা , মন্ত্রী সকলের লাভ ! সুতরাং যাহা বোঝার বুঝিয়া লউন!
৮| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮
নতুন বলেছেন: মনে হয় বিষয়টা গুজব... বাজেটে এই বিষয়ে ভ্যাট আরোপ করা হয় নি। খতিয়ে দেখতে হবে আসলে সত্যি কিনা।
১৩ ই জুন, ২০১৮ রাত ৯:১৮
আঁধার রাত বলেছেন: ট্যাক্স আরোপের খবরটি গুজব বলে জানতে পারছি প্রথম আলো পত্রিকার মাধ্যমে। তবে রেমিটেন্স পাঠানো চার্জ ফ্রি এবং প্রনোদনার ব্যবস্থা থাকা উচিত
৯| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮
ফেনা বলেছেন: মালের মাথার এক্সপায়ার ডেট চলে গেছে। কি করতে গিয়ে কি করতেছে সে এবং আমলা নামে নাপাকের কামলারাই ভাল জানে।
১০| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৭
নতুন বলেছেন: Click This Link
এটা গুজব... সবাই এটা নিয়ে কত ভিডিও বানাইয়া ফেলছে।
১৩ ই জুন, ২০১৮ রাত ৯:১৯
আঁধার রাত বলেছেন: দেখেছি
১১| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুজুগের খবর...
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০
কবীর হুমায়ূন বলেছেন: তীর্যক শব্দের সুন্দর উপস্থাপনা। হুণ্ডিকে উৎসাহিত না করতে চাইলে, ব্যাকিং চ্যানেলে পাঠানো ফরেন রেমিট্যান্সের ক্ষেত্রে কর রেয়াত ও বিশেষ প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শুভ কামনা আঁধার রাতকে।