নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার রাত

আঁধার রাত › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেওয়া ছোট গল্প “কিংকর্তব্যবিমূঢ”

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

জনৈক স্ত্রী তার বরের বন্ধু কে জিঙ্গাসা করল ভাই একটা কথা বলেন তো সত্য করে, আপনার বন্ধু কি মাসখানিক ধরে কোন নেশা টেশা করে? আগে অফিস শেষে বাসায় ফিরে কত মজার মজার গল্প করত, ফুসকা খাওয়াতে নিয়ে যেত, সংসারের কাজে হেল্প করত, মাছ, মাংশ, সবজি কেটে দিত, সুন্দর সুন্দর খাবার রান্না করত, গান শুনাত, কবিতা শুনাত, ডিনার শেষ করে আমরা একসাথে ইউটিউবে নাটক/সিনেমা দেখতাম, মাঝে মাঝেই বেড়াতে/শপিং এ নিয়ে যেত, সারাটা সময় মাতিয়ে রাখত।

কিন্তু মাসখানিক হল কেমন মন মরা হয়ে থাকে, হাঁসে না, ঠিকমত কথা বলে না, ফুসকা খাওয়ার আবদার করলে বলে পকেট থেকে টাকা নিয়ে খেয়ে আসো, কিছু জিঙ্গাসা করলে রেগে যায়, আমি একটু মজা করলে বিরক্ত হয়, সবসময় মেজাজটা খিটমিটে, আমার দিকে কোন খেয়ালই নাই তার।

বরের বন্ধু বলল ভাবি ও তো আগে প্রতিদিনই নেশা করত, আপনি নেশা না করা অবস্থায় মনে হয় কোনদিনই ওরে দেখেন নাই।
তবে মাসখানিক হয় নেশা করা বাদ দিয়েছে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

প্রথমকথা বলেছেন: ভাল লাগল।

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: হা হা হা।
নতুন হিসেবে ব্লগটি ঘুরে আসার অনুরোধ রইলো।

৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: গল্পটা বেশ।

৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার !!
ভেজালের কুফল!
আচ্ছা জিঙ্গাস মানে কি?

১৩ ই জুন, ২০১৮ রাত ৯:১৫

আঁধার রাত বলেছেন: প্রশ্ন করা। জিঙ্গাস তার আঞ্চলিক শব্দ

৬| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

কাইকর বলেছেন: কি সুন্দর গল্প

৭| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:২৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

৮| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১০

মাশ-নুর বলেছেন: গল্পটা মজার!

৯| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

বিপরীত বাক বলেছেন: বান্তব কাহিনী। দারুণ লাগল।

১০| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৪:৪১

নিশি মানব বলেছেন: আমার মনে হয় শব্দটা "জিজ্ঞাসা" হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.