নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছাত্রজীবনে এমন বৃষ্টি মুখর দিনগুলো কাটত বৌ থাকলে কি করতাম তার পরিকল্পনায়।
আর এখন এমন বৃষ্টি মুখর দিনগুলো কাটে সেই ছাত্র জীবনে কি করতাম তার স্মৃতিচারনায়।
জীবন বড় অদ্ভুত
অর্ধেক গেল পরিকল্পনায়,
আর অর্ধেক স্মৃতিচারনায়।
২| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৬
যাযাবর চখা বলেছেন: আমি তো এখন পরিকল্পনা করি বউ না থাকিলে কি করিতাম
২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩
আঁধার রাত বলেছেন: আমি তাই করি। কিন্তুক সাবধান “একা একা বাসায় কেমন লাগছে “ এমন প্রশ্নে যদি বলেন খুব ভাল লাগছে তাহলে নিজ দায়িত্বে বলবেন।
যতই ভাল লাগুক না কেন “খুব খারাপ লাগছে, তুমি না থাকলে সব ফাঁকা ফাঁকা লাগছে”। ইত্যাদি ইত্যাদি কথা বেশ ফল দেয়।
৩| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২
লাবণ্য ২ বলেছেন: দারুন লিখেছেন।
৪| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩
কাইকর বলেছেন: ভাল বলেছেন
৫| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:০০
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: তার বাস্তবায়ন কি হয়েছে ভাই?
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
২১ শে জুন, ২০১৮ রাত ৮:৪৮
আঁধার রাত বলেছেন: এতো হৃদয়ের মর্ম নিংড়ানো তপ্ত রস। বাস্তবায়নের কথা আবার বলতে!
৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের দুলাইন অসাধারণ।
৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: আমে ধান, তেতুলে বান।
-খনা
২১ শে জুন, ২০১৮ রাত ৮:৫০
আঁধার রাত বলেছেন: খনার বিশুদ্ধতায় সন্দেহ হইতেছে । গেল বছরের বানে তেতুলে ঈঁদুর দায়ী ছিল।
৮| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো বলেছেন। সেই ছাত্রজীবনে কত প্ল্যান ছিল সংসার নিয়ে, আর এখন বলি, ছাত্রজীবনই ভাল ছিল...
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮
স্রাঞ্জি সে বলেছেন: জীবনতো এমনিই।