নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার রাত

আঁধার রাত › বিস্তারিত পোস্টঃ

খবর: জনসংখ্যা নিয়ন্ত্রণে বছরে সরকারের ব্যয় হচ্ছে ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

কেস ষ্টাডি: আর কয়েকদিন পর আমার বিবাহিত জীবনের আট বছর পূর্ণ হবে। এ সময়ে রংপুর, চট্রগ্রাম ও ঢাকাতে চাকুরীর সুবাদে সংসার করেছি।
আজ পর্যন্ত উপরোক্ত তিন স্থানের কোথাও পরিবার পরিকল্পনার মাঠকর্মী আমার আবাসস্থলে আসে নাই।

ফাউ একটা কৌতুক: এক গৃহবধু পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তারের কাছে গিয়ে অভিযোগ করল আমার বিয়ে হয়েছে চার বছর। বিয়ের পর থেকে নিয়মিত সুখি বড়ি খায়।
আমার দুই মেয়ে এক ছেলে।
আপনার সুখি বড়িতে তো কোন কাজই হয় না।

ডাক্তার সাহেব তখন তারে এক বাক্স খুঁতি দিয়ে বললেন এইটা নেন।

মহিলা খুঁতি দিয়ে কি করবে কিছুই বোঝে নাই। বড়ির মত গিলে খেতে না পেরে চিবিয়ে চিবিয়ে পানি দিয়ে গিলে খেয়ে বিরক্ত হয়ে দশ দিন পর বাক্সের বাকি খুঁতি ডাক্তারকে ফেরত দিয়ে কয় খুব খারাপ জিনিস এইটা।
গিলে খাওয়া যায় না আবার চাবায়ে চাবায়ে যে খাবো রাবারের মত, আবার খাইতে এক্কেবারে বেস্বাদ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

সাহসী সন্তান বলেছেন: ভয়াবহ অবস্থা! তো আপনার পরিবারের জনসংখ্যার লাস্ট আপডেটটা তো কিছু জানাইলেন না? ;) =p~

ফাউ কৌতুক ভাল্লাগছে। তবে খুঁতি কি বুঝিনি?

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১১

আঁধার রাত বলেছেন: ৫০ কেজি চালের প্লাষ্টিকের বস্তাকে আঞ্চলিক ভাষায় খুঁতি বলে। এইটা প্রচলিত বস্তার চেয়ে সরু হয়ে থাকে। এইটার আকৃতির সাথে কনডমের সাইজের কিছুটা মিল আছে। তাই বন্ধু মহলে এইটারে খুঁতি বলে ডাকা হয়।

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুঁতি কী জিনিস? এই জিনিসটা ডাক্তার কেন দিলেন?

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১১

আঁধার রাত বলেছেন: কনডমের সিক্রেট নাম খুঁতি। আকৃতিতে মিল থাকায়

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

গরল বলেছেন: গল্পটা শুনেছিলাম এরকম, এক লোক জন্মনিয়ন্ত্রণ অফিসারের কথামত কনডম ব্যাবহার করা শুরু করার পরও তার একটা বাচ্চা হল। সে আবার গেল অফিসারের কাছে, সে তাকে কিছু তারিখ মেনে চলতে বলল এবং আবারও একটা বাচ্চা হল। এরপর সে আবার গেল, এইবার অফিসার তাকে কোন রিস্ক না নিয়ে বাইরে ফেলতে বলল। তারপরেও আবার বাচ্চা হল। এরপর যখন অফিসারের কাছে গেল তখন অফিসার বলল সমস্যা আপনার না, আপনার ঘরে অন্য যে যাওয়া আসা করে তাকে নিয়ে আসেন, না হলে কাজ হবে না।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

খাঁজা বাবা বলেছেন: কৌতুকে মজা পাইছি

৫| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

সিগন্যাস বলেছেন: পোষ্টটা কৌতুক হিসেবে নিলাম। :)

৬| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

একদম_ঠোঁটকাটা বলেছেন: চিনের এক সন্তান নীতি, বাংলাদেশেও কঠোর ভাবে প্রণয়ন করতে হবে। কর্মসস্থান বাড়াতে হবে যাতে অলস মাথা বাড়ীতে বসে বাচ্চা পয়দা করা ছাড়া অন্য কাজেও ব্যস্ত থাকতে পারে। পাড়ার, গ্রামের ধর্মীয় মাথাদের আগে এই জনসংখ্যার সমস্যা বিষয়ে বোজাতে হবে, তারা বুজলেই বাকিরা বুঝে যাবে।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

আঁধার রাত বলেছেন: আপনি কত নম্বর সন্তান? আমি আমার পিতা মাতার ৬ষ্ঠ সন্তান। ভাগ্যিস এক সন্তান নীতি বাংলাদেশে ছিল না। থাকলে এ সুন্দর জীবনটা উপভোগই করা হত না। সাথে সাথে আপনার কমেন্টের জবাব ও দেওয়া সম্ভব হত না। অত কিছু বুঝি না। ভাইয়ের ভাই দরকার বোনের বোন দরকার।
অতিরিক্ত জনসংখ্যার কথা বলবেন? কে অতিরিক্ত আমি ? আপনি? নাকি একটা মেয়ে হওয়ার পর জন্মানো আপনার ছেলে?

৭| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ১ হাজার ৭০০ কোটি শুধু শুধু ফালতু খরচ হচ্ছে। আমি নিশ্চিত এই টাকা লুটপাত হচ্ছে।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৮

চোরাবালি- বলেছেন: ছোটবেলায় দেখতাম এক মহিলা কি ৩/৪মাস পরপর এসে কি যেন ঘুসুর ঘুসর করত মা-চাচীদের সাথে।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাগো বাসায়ওতো আসে নাইক্যা ;)

বলেন কি এতো দেখি সাগর চুরি!!!!!!!!!!!
জনসংক্যাও বেদুম বাড়তেছে আবার পরিবার পরিকল্পনার নামে লুটপাটও বাড়তেছে!!!
৩ নং কৌতুকের মতো- বাইরের কে আসে যায় খুবর নিতে হবে :P

জবাব দিহিতার যে দায় মিডিয়ায় তাগোরেতো তিনায় কিইন্যা গোলাম বানায়া রাখছে!
গাতকাইলও দিলেন ২ কোটি ট্যাকার চেক!
কায় দায় ক্যাঠা লেখে!
চলছে সব জয়বাংলা ষ্টাইলে X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.